শিলিগুড়ি, 20 অক্টোবর:এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল (Dengue Death) এক বিচারাধীন বন্দির। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের ওই বিচারাধীন বন্দির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) মৃত্যু হয়। স্বভাবতই ওই ঘটনায় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কয়েদির নাম গোবিন্দ মণ্ডল (40)। সে শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ার বাসিন্দা। তবে বিহারের দারভাঙাতেও তার আরেকটি বাড়ি রয়েছে। মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) শিলিগুড়ি থানার পুলিশ। চলতি বছরের 2 মার্চ থেকে সে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে ছিল। সংশোধনাগারের ভিতরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়।
এরপর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে সংশোধনাগারের ভিতরেই ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। পরে শারীরিক পরিস্থিতি খারাপ হলে তাকে 10 অক্টোবর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার চিকিৎসার পর পরিস্থিতির অবনতি হলে সিসিইউ-তে (ক্রিটিকাল কেয়ার ইউনিট) স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।