শিলিগুড়ি, 1 জুলাই: দু'বছর ধরে নেই কোনও লাইসেন্স । মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও রেস্তোরাঁয় অবৈধভাবে চলছিল মদ বিক্রির কারবার । গোপন সূত্রে খবর পেয়ে ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-সহ একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশ ।
বুধবার মাঝরাতে শিলিগুড়ি সেবক রোডের একটি শপিং মলের রেস্তোরাঁয় অভিযান চালানো হয় । অভিযোগ, দু'বছর আগেই ওই রেস্তোরাঁর মদ বিক্রির লাইসেন্সের মেয়াদ পার হয়ে গিয়েছে । কিন্তু তারপরেও ওই রেস্তোরাঁয় চলছিল মদ বিক্রি ।
আরও পড়ুন:পরিবহণ চালুর প্রথম দিনই রেড রোডে দুর্ঘটনায় মিনিবাস, মৃত্যু পুলিশ কর্মীর