শিলিগুড়ি, 19 অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) জন্যই রতন টাটা (Ratan Tata) কারখানা গুজরাতে সরিয়ে নিয়ে গিয়েছিলেন ৷ এই অভিযোগ বারবার শোনা গিয়েছে সিপিএমের (CPIM) বহু নেতার মুখে ৷ কিন্তু বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন যে তিনি টাটাকে তাড়াননি ৷
এদিন শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল ৷ ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি দাবি করেন, ‘‘টাটাকে আমি তাড়াইনি ৷ সিপিএম তাড়িয়েছে ৷’’
এখানেই না থেমে সিপিএমের বিরুদ্ধে আরও একবার জোর করে সিঙ্গুরে জমি দখলের অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর বক্তব্য, ‘‘আপনারা জমি জোর করে দখল করেছেন ৷ অন্য জায়গায় তো জমি দিতে পারতেন ৷ জোর করে কেন জমি নেব ?’’
প্রসঙ্গত, সাড়ে তিন দশকের বাম জমানার পতনের অন্যতম কারণ হিসেবে মমতার সিঙ্গুর আন্দোলনকে উল্লেখ করা হয় ৷ সিঙ্গুরে টাটাদের কারখানার (Singur Tata Factory) জমি দিয়েছিল তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ৷ সেই জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের আন্দোলন শুরু হয় ৷ পরে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা ৷ অনশনও করেছিলেন একাধিকবার ৷