দার্জিলিং, 18 সেপ্টেম্বর: স্ত্রী পরকীয়ায় জড়িত এমন সন্দেহ স্বামীর ৷ আর সেই সন্দেহ থেকে শুরু হয় বিবাদ ৷ যার জেরে হাতুড়ি দিয়ে মেরে স্ত্রীকে খুন করল স্বামী। মারার পর যাতে রক্ত ঘরে না-ছড়িয়ে পড়ে তার জন্য রক্তাক্ত মাথা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। এখানেই শেষ নয়, খুনের পর কাউকে কিছু না-জানিয়ে গোটা এলাকায় বেপরোয়াভাবে ঘুরে বেড়ালো স্বামী। হাড়হিম করা ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে।শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকার নারায়ণপল্লীতে এই নারকীয় ঘটনা।
মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে নারায়ণপল্লী এলাকায় ভাড়া থাকতে আসে সাত বছরের এক মেয়ে-সহ দম্পতি রাহুল কুণ্ডু ও সোনালি কুণ্ডু। রাহুল পেশায় শিবমন্দির এলাকারই একটি কাঠের দোকানে পালিশের কাজ করে।