শিলিগুড়ি, 29 জুলাই : সুভাষপল্লি এলাকার একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার মানুষের খুলি এবং আরও কিছু হাড় । ঘটনাস্থানে যায় পুলিশ । বাড়ির মালিককে পাওয়া যায়নি । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে তারা ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুদিন ধরেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল । তাঁরা স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরকে বিষয়টি জানান । আজ সকালে সাফাইকর্মীরা এলাকায় পৌঁছে সাফাই অভিযান শুরু করেন । কিন্তু কোথা থেকে এই দুর্গন্ধ বের হচ্ছে তা খোঁজ করতে শুরু করেন তাঁরা । দেখা যায় ছাদে রয়েছে মানুষের দুটি খুলি এবং বেশ কিছু হাড় ।