পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siliguri Drug : শিলিগুড়িতে বাজেয়াপ্ত 2.5 কোটির ব্রাউন সুগার, গ্রেফতার 1 - মাদক উদ্ধার

শিলিগুড়িতে (Siliguri Drug) উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকার ব্রাউন সুগার (Brown Sugar Recovery) ৷ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতারও করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল অপারেশনস গ্রুপ ।

huge amount of drug recovered at siliguri
শিলিগুড়িতে পুলিশি অভিযানে উদ্ধার ₹2.5 কোটির ব্রাউন সুগার, গ্রেফতার 1

By

Published : Aug 4, 2021, 12:21 PM IST

শিলিগুড়ি, 4 অগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার (Brown Sugar Seized) করল শিলিগুড়ি (Siliguri Drug) পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল অপারেশনস গ্রুপ । এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷

মঙ্গলবার মাঝরাতে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দুই শাখা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের ধুবড়ির বাসিন্দা অরবিন্দ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 518 গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার । যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী ।

শিলিগুড়িতে পুলিশি অভিযানে উদ্ধার ₹2.5 কোটির ব্রাউন সুগার, গ্রেফতার 1

আরও পড়ুন:ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বানিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ । জানা গিয়েছে, ওই মাদক অসম থেকে এনে শিলিগুড়িতেই বিক্রি করার কথা ছিল ধৃত যুবকের । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন:একমাস ধরে গ্রাহকের অজান্তেই চেকের মাধ্যমে কোটি টাকা গায়েব

ABOUT THE AUTHOR

...view details