দার্জিলিং, 1 জুন : লকডাউনে হোটেল কর্মীদের বেতন দেওয়া নিয়ে মতানৈক্য পাহাড়ে । পরিস্থিতি এমন ঘোরালো হয়েছে যে, শ্রম দপ্তরের দ্বারস্থ হতে হয়েছে দুই পক্ষকেই। তাতেও মেলেনি সমাধান সূত্র । শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে, শ্রমিক-মালিক প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই একটি বৈঠক হবে। সোমবার হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে সহ-শ্রম কমিশনার দীপনারায়ণ ভান্ডারির । পাশাপাশি হোটেল শ্রমিক-কর্মচারিদের সরকারি আর্থিক প্যাকেজের আওতায় আনার দাবিও তোলা হয়েছে।
শৈল্যশহর দার্জিলিং লকডাউনে মুখ থুবড়ে পড়েছে। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত দার্জিলিঙের হোটেল ব্যবসা দু' মাসের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ। এই অবস্থায় হোটেল কর্মীদের বেতন কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। মাত্র 30 শতাংশ বেতন দেওয়ার কথা জানিয়েছেন হোটেল মালিকরা।