দার্জিলিং, 9 জুন : দার্জিলিঙের হোটেলমালিকদের সঙ্গে কর্মচারীদের বিরোধ অনেক দিন ধরেই ৷ এবার সেই বরফ খানিকটা হলেও গলতে চলেছে ৷ আজ থেকে প্রায় সমস্ত হোটেল খুলে যাচ্ছে দার্জিলিঙে । কর্মীদের বেতন ইশুতে কয়েকদিন আগে দার্জিলিঙের হোটেল মালিক সংগঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এপ্রিল, মে ও জুন মাসের বেতন 35 শতাংশ দিয়ে জুলাই থেকে হোটেল বন্ধ রাখা হবে । এছাড়া কোনও পথ নেই । হোটেলমালিকদের এই সিদ্ধান্তের জেরে কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। হোটেল শ্রমিক সংগঠন ও GNLF-সহ অন্য সংগঠন মালিকদের সিদ্ধান্তের বিরোধিতা করে । আদালতে মামলা করার হুমকিও দেওয়া হয় ।
লকডাউনে পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে । আর এই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হোটেল ব্যবসাও ধুঁকছে । নেই পর্যটক, নেই আয়ও । এই অবস্থায় হোটেলকর্মীদের বেতন দেওয়া প্রায় অসম্ভব । বিষয়টি নিয়ে কিছুদিন থেকেই চাপানউতোর চলছে পাহাড়ে । দার্জিলিঙের হোটেলমালিকদের সংগঠনের সভাপতি সাঙ্গে ভুটিয়া বলেন, "সরকার এবং GTA এর নির্দেশিকা মেনে চলবেন তাঁরা ।"