পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্ল্যাটে মধুচক্র, দম্পতিসহ গ্রেপ্তার 10 - Police

গোপন সূত্রে খবর পেয়ে ছদ্মবেশে হানা । মধুচক্রের হদিশ মিলল শিলিগুড়িতে । মধুচক্রের ওই আসর থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 29, 2019, 3:33 AM IST

Updated : Jul 29, 2019, 4:54 AM IST

শিলিগুড়ি, 29 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি । ফের মধুচক্রের হদিশ মিলল শিলিগুড়িতে । মধুচক্রের ওই আসর থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । তাদের মধ্যে ছ'জন মহিলা ও চার জন ব্যক্তি । গতকাল তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে চক্রের মূল পান্ডা সাবিত্রী ঘোষ ও তার স্বামী সঞ্জয় ঘোষকে পাঁচদিনের পুলিশি হেপাজত ও বাকিদের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

এর আগে বেশ কয়েকবার শিলিগুড়ির বিভিন্ন এলাকায় মধুচক্রের হদিশ পেয়েছে পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় মধুচক্রের আসর বসছে । পুলিশও একাধিকবার অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এবারও পুলিশ তল্লাশি চালায় । ছদ্মবেশে শিলিগুড়ির হাকিমপাড়ার পেয়িংগেস্ট বোর্ড লাগানো একটি ফ্ল্যাটে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি টিম । চলে তল্লাশি । জানা যায়, পুলিশের চোখে ধুলো দিতে পেয়িংগেস্টের বোর্ড লাগিয়েছিল ফ্ল্যাটের মালিক ওই দম্পতি ।

দম্পতিসহ মোট 10 জনকে ওই ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের মধ্যে তিন জন ব্যক্তি বিহারের এবং চার মহিলা অন্য জেলার । ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে জানা গেছে, সাবিত্রী ঘোষ ও সঞ্জয় ঘোষ এক বছর ধরে ওই এলাকায় এই চক্র চালাচ্ছে । অন্যদিকে, তাদের ফ্ল্যাট থেকে মিলেছে একটি বাক্স । সেখান থেকে 60 হাজার টাকা পাওয়া গেছে । ওই বাক্সতে খদ্দেররা পয়সা দিত বলে জানা গেছে ।

Last Updated : Jul 29, 2019, 4:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details