পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HONEYCOMB SILIGURI: শিলিগুড়ির হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার 5 - siliguri

শিলিগুড়ির একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও ৷

siliguri
শিলিগুড়িতে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার 5

By

Published : Jul 30, 2021, 5:18 PM IST

শিলিগুড়ি, 30 জুলাই: শিলিগুড়ির হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালাল পুলিশ ৷ শুক্রবার হোটেলে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার সহ পাঁচজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ । দীর্ঘদিন ধরেই হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠছিল । মধুচক্র চালানো নিশ্চিত হতেই অভিযান চালানো হয় পুলিশের তরফে ৷

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মাঝরাতে হিলকার্ট রোডের একটি হোটেলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি জয় টুডুর নেতৃত্বে অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ । এরপর ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি চার মহিলাকে উদ্ধার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মহম্মদ মোস্তাফা, অখিলেশকুমার মণ্ডল, দীপক কুমার এবং বিহারের বাসিন্দা বিজয়কুমার সিং। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: শিলিগুড়িতে ভেজাল তারপিন তেল তৈরির কারখানায় হানা পুলিশের

ধৃতদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ ৷ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের ম্যানেজারকেও ৷

ABOUT THE AUTHOR

...view details