পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta on Bayron: তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে, বাইরনের দলবদল নিয়ে কটাক্ষ সুকান্তর - Bayron Biswas

বাইরনের দলবদল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ সুকান্ত মজুমদারের ৷ জানালেন, সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলের পর তাঁর ভবিষ্যদ্বাণী সফল হয়েছে ৷ পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও সওয়াল তুলেছেন তিনি ৷

Sukanta Majumdar on Bayron ETV BHARAT
Sukanta Majumdar on Bayron

By

Published : May 30, 2023, 8:29 PM IST

বাইরন বিশ্বাস ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসকে নিশানা সুকান্তর

শিলিগুড়ি, 30 মে: বাইরন বিশ্বাস এখন ‘মীরজাফর’ বিশ্বাস হয়ে গিয়েছেন ৷ জেতার পর ক’দিন কংগ্রেসে থাকতেন সেটা অধীর রঞ্জন চৌধুরীও জানতেন না ৷ কংগ্রেসের একমাত্র বিধায়কের দলবদলকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথা জানান তিনি ৷ উল্লেখ্য, সোমবার দুপুরে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন সাগরদিঘির বিধায়ক ৷ যে সাগরদিঘি কেন্দ্রকে উদাহরণ করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ফেরার রসদ খুঁজছিল কংগ্রেস ৷

বাইরন বিশ্বাস নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীর বিষয়টি উল্লেখ করেন রাজ্য বিজেপির সভাপতি ৷ সুকান্ত বলেন, ‘‘আমি আগেই বলেছিলাম যে বাইরন বিশ্বাস জেতার পর ক’দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে যাবে, সেটা অধীর চৌধুরীও বলতে পারবেন না ৷ সেটাই হল ৷’’ তাঁর কটাক্ষ, ‘‘বাইরন এখন ‘মীরজাফর’ বিশ্বাস হলেন ৷ তবে, এই দলবদলে বিজেপির কোনও সুবিধে বা অসুবিধে নেই ৷ পালটা তাঁর বিশ্বাস মানুষের কাছে বার্তা গিয়েছে যে, বাংলায় তৃণমূলের কোনও বিকল্প থাকলে, সেটা একমাত্র বিজেপি ৷

আর এই ইস্যুতে ফের একবার পরিবারতন্ত্র টেনে কংগ্রেসকে নিশানা করেন সুকান্ত ৷ তাঁর কটাক্ষ, ‘‘দিল্লিতে সিপিএম ও কংগ্রেস একসঙ্গে চা খাচ্ছে ৷ তাদের একটাই উদ্দেশ্য মোদিকে হঠাও ৷ তা না হলে, পরিবারের ব্যবসা চলছে না ৷’’ আবার সেই সূত্রে রাজ্যে মমতা-অভিষেককেও বিঁধতে ছাড়েননি তিনি ৷ অভিষেককে কটাক্ষ করে সুকান্ত বক্তব্য, ‘‘2011 সালের আগে উনি কোথাও ছিলেন না ৷ অন্যদের মাথায় পা দিয়ে এখন উঠেছেন ৷’’

আরও পড়ুন:দলবদলের 24 ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাড়ল বাইরনের

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর মতে, বিজেপি কী, সেই নিয়ে অভিষেকের কোনও ধারণা নেই ৷ এমনকি, বিধায়ক ও সাংসদ দিয়ে বিজেপি তৈরি হয়নি ৷ আগামী লোকসভায় 303 সাংসদ নয়, তারও বেশি আসনে জিতে বিজেপি আরও শক্তিশালী দল হিসেবে ক্ষমতায় আসবে বলে বিশ্বাস তাঁর ৷

ABOUT THE AUTHOR

...view details