শিলিগুড়ি, 30 মে: বাইরন বিশ্বাস এখন ‘মীরজাফর’ বিশ্বাস হয়ে গিয়েছেন ৷ জেতার পর ক’দিন কংগ্রেসে থাকতেন সেটা অধীর রঞ্জন চৌধুরীও জানতেন না ৷ কংগ্রেসের একমাত্র বিধায়কের দলবদলকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথা জানান তিনি ৷ উল্লেখ্য, সোমবার দুপুরে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন সাগরদিঘির বিধায়ক ৷ যে সাগরদিঘি কেন্দ্রকে উদাহরণ করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ফেরার রসদ খুঁজছিল কংগ্রেস ৷
বাইরন বিশ্বাস নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীর বিষয়টি উল্লেখ করেন রাজ্য বিজেপির সভাপতি ৷ সুকান্ত বলেন, ‘‘আমি আগেই বলেছিলাম যে বাইরন বিশ্বাস জেতার পর ক’দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে যাবে, সেটা অধীর চৌধুরীও বলতে পারবেন না ৷ সেটাই হল ৷’’ তাঁর কটাক্ষ, ‘‘বাইরন এখন ‘মীরজাফর’ বিশ্বাস হলেন ৷ তবে, এই দলবদলে বিজেপির কোনও সুবিধে বা অসুবিধে নেই ৷ পালটা তাঁর বিশ্বাস মানুষের কাছে বার্তা গিয়েছে যে, বাংলায় তৃণমূলের কোনও বিকল্প থাকলে, সেটা একমাত্র বিজেপি ৷