শিলিগুড়ি, 2 মে : দার্জিলিঙ পাহাড়ে ধসের জেরে প্রায়ই থমকে যায় হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের চাকা । সেক্ষেত্রে এবার আগাম প্রস্তুতি নিতে চলেছে রেল কর্তৃপক্ষ । সাহায্য নেওয়া হবে রাজ্যের । লক্ষ্য, হেরিটেজ তকমায় যেন কোনপ্রকার আঁচ না আসে ।
হেরিটেজ তকমা ধরে রাখতে ধস মোকাবিলায় রেলের উদ্যোগ, সাহায্য নেওয়া হবে রাজ্যের
ধস প্রতিরোধে ও টয়ট্রেন পরিষেবা চালু রাখতে আগাম প্রস্তুতি নিতে চলেছে DHR কর্তৃপক্ষ । এবিষয়ে সাহায্য নেওয়া হবে রাজ্যেরও । আগামীকাল থেকে ধসপ্রবণ এলাকা পরিদর্শন শুরু করবেন কাটিহারের DRM ।
বর্ষায় ধসের জেরে প্রায়ই দার্জিলিং টয়ট্রেনের পরিসেবা বন্ধ থাকে । কখনও একমাস আবার কখনও বছর পার হয়ে যায়। স্বাভাবিকভাবেই UNESCO প্রদত্ত হেরিটেজ তকমা ধরে রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে DHR কর্তৃপক্ষকে । এনিয়ে রেল কর্তৃপক্ষ একাধিকবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে । DHR-এর ইঞ্জিনিয়ারদের নিয়ে আগামীকাল থেকে ধসপ্রবণ এলাকাগুলি পরিদর্শন শুরু করবেন কাটিহারের DRM । পাশাপাশি আন্তর্জাতিকস্তরে টয়ট্রেন পরিষেবাকে তুলে ধরতে রাজ্য সরকারের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গেছে ।
এবিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের DRM সুমিত সরকার বলেন, "টয়ট্রেন ভারতীয় রেলের গর্ব । সেক্ষেত্রে ঐতিহ্যশালী টয়ট্রেনের গরিমাকে ধরে রাখতে ধসের মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হবে । যদিও প্রতিবারই কমবেশী আগাম প্রস্তুতি নেওয়া হয় । তবুও বিপর্যস্ত হয় টয়ট্রেন পরিষেবা । এবার যাতে এই পরিস্থিতি না হয় তাই ধস মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । রাজ্যের সঙ্গেও আলোচনা করা হবে ।"