পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Himalayan Bear in Bengal Safari: বেঙ্গল সাফারি পার্কের নতুন সদস্য হিমালয়ান ব্ল্যাক বিয়ার

বেঙ্গল সাফারি পার্কে খুশির হাওয়া ৷ রয়্যাল বেঙ্গল টাইগারের পর এখানে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্ম হল ৷ 27 মার্চ এই ভল্লুক শিশুর জন্ম দিয়েছে ফুরবু ৷ মা এবং শিশু এখন চিকিৎসকের পর্যবেক্ষণে ৷

Himalayan Bear
হিমালয়ান ব্ল্যাক বিয়ার

By

Published : Apr 22, 2023, 1:42 PM IST

দার্জিলিং, 22 এপ্রিল: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন ৷ এবার একটি ফুটফুটে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্ম হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ৷ স্বভাবতই খুশির হাওয়া উত্তরবঙ্গের এই জনপ্রিয় পশুউদ্যানে ৷ জন্মের পর মা ও ভল্লুক শিশু- দু'জনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে ৷ রয়্যাল বেঙ্গল টাইগারের পর এই প্রথম সাফারি পার্কে ভল্লুকের জন্ম হল ৷ ফলে এখন বেঙ্গল সাফারি পার্কে ভল্লুকের সংখ্যা বেড়ে দাঁড়ল 6 ৷

27 মার্চ রাতে হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা ভল্লুক দম্পতি ফুরবু ও ধ্রুব ওই শাবকের জন্ম দেয় ৷ বর্তমানে শাবক-সহ মা ফুরবুকে নাইট শেল্টারে নজরদারিতে রাখা হয়েছে ৷ চব্বিশ ঘণ্টা তাদের গতিবিধির উপর খেয়াল রাখা হচ্ছে ৷ যদিও নিজের শাবককে একদমই কোল ছাড়া করছে না মা ফুরবু ৷ এখনও তাদের দেখতে পাবে না বেঙ্গল সাফারি পার্কে যাওয়া পর্যটকরা ৷ জন্মের পর অন্ততপক্ষে 3 মাস সময় পর্যন্ত শিশুটিকে দেখা যাবে না ৷

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দারুণ খুশির খবর ৷ প্রজননে একের পর এক সাফল্য আসছে বেঙ্গল সাফারি পার্কে ৷ এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে ৷ দ্বিগুন হয়েছে হরিণের সংখ্যা ৷ এবার ভল্লুকের জন্ম হল ৷ মা ও শিশুর বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷" বেঙ্গল সাফারি পার্কের সহকারী অধিকর্তা রাহুল মুখোপাধ্যায় বলেন, "27 মার্চ ফুরবু ওই শাবকের জন্ম দেয় ৷ দু'জনেই সুস্থ রয়েছে ৷ তবে এখনই লিঙ্গ নির্ধারণ করা যায়নি ৷ চিকিৎসকের বিশেষ নজরদারিতে দু'জনকে রাখা হয়েছে ৷"

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, 13 বছরের ফুরবুকে সিকিমের পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়েছিল ৷ পরে তার সঙ্গে বেঙ্গল সাফারিতে সংসার পাতে 11 বছরের ধ্রুব ৷ এছাড়া বেঙ্গল সাফারিতে রয়েছে ড্যাডি, জাম্বো ও মোহিনী ৷ আর শাবকটিকে মিলিয়ে সংখ্যা বেড়ে হল ছয় ৷ গত বছর ধ্রুব ও ফুরবুর মধ্যে প্রজনন হয় ৷ বিষয়টি নজরে আসে পার্ক কর্তৃপক্ষের ৷ সেই থেকে ফুরবুকে বিশেষ যত্নে রেখেছিল পার্ক কর্তৃপক্ষ ৷

27 মার্চ জন্ম হলেও সেই খবর প্রকাশ্যে আনা হয়নি ৷ শাবকের জন্মের পর কিছু দিন পর্যন্ত বিপজ্জনক সময় হিসেবে ধরা হয় ৷ সেই সময়টি কেটে যাওয়ার পরই খবর প্রকাশ্যে আনল পার্ক কর্তৃপক্ষ ৷ চিকিৎসকরা ফুরবুকে খাবারের মধ্যে ভিটামিন, ক্যালশিয়াম দিচ্ছেন ৷ অন্তত তিনমাস পর্যটকদের থেকে দূরে রাখা হবে ওই দু'জনকে ৷ ততদিন বাকি পাঁচটি ভাল্লুক দিয়ে চলবে সাফারি ৷

আরও পড়ুন: বরফের পুলে স্নান, সঙ্গে ডায়েট চার্ট; গরমে বাঘেদের জন্য বিশেষ ব্যবস্থা বেঙ্গল সাফারিতে

ABOUT THE AUTHOR

...view details