দার্জিলিং, 22 এপ্রিল: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন ৷ এবার একটি ফুটফুটে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্ম হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ৷ স্বভাবতই খুশির হাওয়া উত্তরবঙ্গের এই জনপ্রিয় পশুউদ্যানে ৷ জন্মের পর মা ও ভল্লুক শিশু- দু'জনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে ৷ রয়্যাল বেঙ্গল টাইগারের পর এই প্রথম সাফারি পার্কে ভল্লুকের জন্ম হল ৷ ফলে এখন বেঙ্গল সাফারি পার্কে ভল্লুকের সংখ্যা বেড়ে দাঁড়ল 6 ৷
27 মার্চ রাতে হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা ভল্লুক দম্পতি ফুরবু ও ধ্রুব ওই শাবকের জন্ম দেয় ৷ বর্তমানে শাবক-সহ মা ফুরবুকে নাইট শেল্টারে নজরদারিতে রাখা হয়েছে ৷ চব্বিশ ঘণ্টা তাদের গতিবিধির উপর খেয়াল রাখা হচ্ছে ৷ যদিও নিজের শাবককে একদমই কোল ছাড়া করছে না মা ফুরবু ৷ এখনও তাদের দেখতে পাবে না বেঙ্গল সাফারি পার্কে যাওয়া পর্যটকরা ৷ জন্মের পর অন্ততপক্ষে 3 মাস সময় পর্যন্ত শিশুটিকে দেখা যাবে না ৷
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দারুণ খুশির খবর ৷ প্রজননে একের পর এক সাফল্য আসছে বেঙ্গল সাফারি পার্কে ৷ এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে ৷ দ্বিগুন হয়েছে হরিণের সংখ্যা ৷ এবার ভল্লুকের জন্ম হল ৷ মা ও শিশুর বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷" বেঙ্গল সাফারি পার্কের সহকারী অধিকর্তা রাহুল মুখোপাধ্যায় বলেন, "27 মার্চ ফুরবু ওই শাবকের জন্ম দেয় ৷ দু'জনেই সুস্থ রয়েছে ৷ তবে এখনই লিঙ্গ নির্ধারণ করা যায়নি ৷ চিকিৎসকের বিশেষ নজরদারিতে দু'জনকে রাখা হয়েছে ৷"