শিলিগুড়ি, 21 এপ্রিল :ক্রমশ সংক্রমণ বাড়ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ৷ যার জেরে উদ্বেগ বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ৷ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করেছে তারা ৷ আর এবার দার্জিলিং ও জলপাইগুড়িতে করোনা পরিস্থিতিতে রাশ টানতে বুধবার উচ্চ পর্যায়ে বৈঠক করলেন রাজ্য় স্বাস্থ্য দফতর ও সংশ্লিষ্ট দুই জেলার প্রশাসনিক কর্তারা ৷
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের হর্টিকালচার দফতরের অতিরিক্ত মুখ্য সচিব তথা জলপাইগুড়ি জেলার করোনার নোডাল অফিসার সুব্রত গুপ্ত, দার্জিলিং জেলার নোডাল অফিসার তথা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সচিব সুরিন্দর গুপ্তা, দার্জিলিংয়ের জেলাশাসক শশাঙ্ক শেট্টি, দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া-সহ অন্যরা ৷
দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় যেভাবে সংক্রমণ বাড়ছে, তার জন্য বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন ৷ করোনা চিকিৎসার শয্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে ছোট ছোট কনটেইনমেন্ট জোন চিহ্নিত করে কোভিডে রাশ টানার উদ্যোগ নেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য দফতর ৷
দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে করোনার চিকিৎসার জন্য এক হাজার শয্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সরকারি হাসপাতালে পাশাপাশি দুই জেলার বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতেও করোনার জন্য 25 শতাংশ শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷