পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গজলডোবায় হেলিপ্যাড ! আদালতে যাচ্ছেন সুভাষ - Mamata Banerjee

হেলিপ্যাড নির্মাণ ও মুখ্যমন্ত্রীর বাংলো প্রস্তুতি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশবিদ সুভাষ দত্তের ।

সুভাষ দত্ত

By

Published : Jun 14, 2019, 8:34 AM IST

Updated : Jun 14, 2019, 9:28 AM IST

গজলডোবা, 14 জুন : গজলডোবায় 2018 সালে পাখিরালয় তৈরি করেছিল সরকার। ওই এলাকায় হেলিপ্যাড হলে বাড়তে পারে পাখিদের মৃত্যুর হার । এমনই মত পরিবেশবিদ সুভাষ দত্তের । এই নিয়ে পরিবেশ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি । পাশাপাশি দার্জিলিংয়ের বোটানিক্যাল গার্ডেনে একটি ট্যুরিস্ট লজ এবং মুখ্যমন্ত্রীর বাংলো বানানোর প্রস্তাব নিয়েও জনস্বার্থ মামলা করতে পারেন বলেও আভাস দিয়েছেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভোরের আলো' প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছে । অভিযোগ, কৃষকদের ইচ্ছার বিরুদ্ধেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ চলছিল । এর প্রতিবাদে দফায় দফায় আন্দোলনও করে কৃষকরা । এই নিয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সুভাষ দত্ত বলেন, "মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আইনের ঊর্ধ্বে নন। গজলডোবায় একদিকে পরিবেশ রক্ষায় পাখিরালয় গড়ে তোলা হচ্ছে । অন্যদিকে, পাশেই হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত হচ্ছে । এতে সংঘাত বাড়বে ।"

ভিডিয়ো শুনুন সুভাষ দত্তের বক্তব্য

টাইগার হিলে একাধিক মোবাইল টাওয়ার ইতিমধ্যেই বসেছে । সেই নিয়েও সরব হন সুভাষ দত্ত। তাছাড়াও, সিঞ্চল লেকের জল এবং বালাসনের জল একত্রিত করে পানীয় জল হিসেবে বিক্রি করা নিয়েও সরকারকে আক্রমণ করেন তিনি । পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, প্রয়োজনে আইনি পথেই পরিস্থিতি মোকাবিলা করা হবে ।

Last Updated : Jun 14, 2019, 9:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details