শিলিগুড়ি, 24 অগাস্ট : এখনও উৎসাহ ভাতা হাতে পাননি ৷ এমনকী কোরোনা সংক্রমণের মাঝে পৌর এলাকার 47টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার পরও শিলিগুড়ি পৌরনিগমের তরফে বরাদ্দ অর্থও হাতে পাননি তাঁরা । এই অবস্থায় আজ CITU অনুমোদিত দার্জিলিং জেলা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের তরফে শিলিগুড়ি পৌরনিগমে বিক্ষোভ দেখানো হয় । স্বাস্থ্যকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাত দিনের মধ্যে তাঁদের বকেয়া না মেটালে পৌরনিগম চত্বরে অবস্থান -বিক্ষোভে সামিল হবেন ।
স্বাস্থ্য কর্মীরা বলেন, "গত মাসের বেতন অগাস্টের প্রথম সপ্তাহ নাগাদ সেই অর্থ তাদের হাতে তুলে দেওয়ার কথা । যদিও মাস শেষ হতে বসলেও এখনও টাকা হাতে পাননি । এবিষয়ে ইউনিয়নের সম্পাদিকা শেফালি ভট্টাচার্য বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে জীবন বাজি রেখে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে চলেছি । অথচ কোনও টাকা হাতে পাইনি আমরা । আমরা পৌরনিগম কর্তৃপক্ষকে সবটা জানিয়েছি ৷ সময় বেঁধে দিয়েছি বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়ে । শীঘ্রই সেই বকেয়া না মেটালে আমরা পৌরনিগম চত্বরেই অবস্থান বিক্ষোভে সামিল হব ।"