পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal Medical: ব্যাগে শিশুর দেহ নিয়ে যাওয়ার ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যালের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে ব্যাগে করে সন্তানের মৃতদেহ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নিয়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন ৷ এই ঘটনায় অ্যাম্বুল্যান্স চালকদের জুলুমের অভিযোগ উঠেছে ৷ ফলে এই নিয়ে ব্যবস্থা নিতে বৈঠক ডেকেছে পরিবহণ বিভাগও ৷

North Bengal Medical
North Bengal Medical

By

Published : May 15, 2023, 4:14 PM IST

দার্জিলিং, 15 মে: কালিয়াগঞ্জের দিনমজুরের মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন । পাশাপাশি ওই ঘটনাটি কী করে ঘটল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সঞ্জয় মল্লিককেও ।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ওই দিনমজুর নিজের মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য স্বাস্থ্য দফতর । সুপারকে একটি বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে । অমানবিক ওই ঘটনাটির জন্য কোথায় কোথায় খামতি রয়েছে, তা জানাতে বলা হয়েছে । পাশাপাশি সেই সময় সংশ্লিষ্ট বিভাগগুলিতে কারা কর্তব্যরত ছিলেন, সেগুলিও উল্লেখ করতে বলা হয়েছে ।

অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পরিবহণ বিভাগ । অ্যাম্বুল্যান্স চালকদের লাগামছাড়া ভাড়া আদায় নিয়ে পরিবহণ বিভাগ কড়া পদক্ষেপ করতে চলেছে । মঙ্গলবার দার্জিলিং জেলার পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত অ্যাম্বুল্যান্স চালক ও সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবহণ বিভাগ । ওই বৈঠকে থাকার কথা রয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদেরও ।

অ্যাম্বুল্যান্সের লাগামহীন ভাড়া চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন দার্জিলিং জেলা পরিবহণ আধিকারিকরা । সাতদিনের মধ্যে কড়া পদক্ষেপের মাধ্যমে লাগামহীন ভাড়ায় রাশ টানা হবে বলে পরিবহণ আধিকারিকরা জানিয়েছেন ।

দার্জিলিং জেলার মুখ্য পরিবহণ আধিকারিক সোনম লেপচা বলেন, "ঘটনার বিষয়টি জানতে পেরেছি । লাগামহীন ভাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না । কড়া পদক্ষেপ করা হবে ৷" অতিরিক্ত পরিবহণ আধিকারিক (শিলিগুড়ি) মিল্টন দাস বলেন, "বিষয়টি জানা মাত্র আমাদের তরফে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে । মঙ্গলবারই সমস্ত অ্যাম্বুল্যান্স চালকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে । লাগামহীন ভাড়া চাওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না । সাতদিনের মধ্যে ওই সমস্যার সমাধান করা হবে ।"

এদিকে, সব থেকে আশ্চর্যের বিষয় হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শববাহী গাড়ি যে নেই, সেটা জানেই না রোগী কল্যাণ সমিতি ৷ কালিয়াগঞ্জের দিনমজুরের ঘটনার পর যাতে ওই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা । গৌতম দেব বলেন, "হাসপাতালের যে শববাহী গাড়ি নেই সেটা আমার জানা নেই, আর আমাকে জানানো হয়নি । তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য বৈঠক ডাকা হয়েছে ।"

আরও পড়ুন:অমানবিক ছবি ! অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা, ঘটনায় নিন্দার ঝড়

ABOUT THE AUTHOR

...view details