কলকাতা, 27 ডিসেম্বর : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021 নিয়ে ফের একবার নিজের বক্তব্য পেশ করলেন রাজ্যপাল ৷ জানালেন, তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ স্বাক্ষর করেননি (Have not Signed Howrah Civic Body Amendment Bill) ৷ বিল সংক্রান্ত তথ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন বলে ফের একবার জানালেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Waiting for Inputs from Mamata government) ৷ তবে, হাওড়া পৌরনিগমের 66টি ওয়ার্ডে নির্বাচন করার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়েছেন ধনকড় ৷ বর্তমানে তিনি সস্ত্রীক তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷
আজ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ফের একবার হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলার পাশাপাশি একটি টুইট করে রাজভবনের তরফে জানানো হয়, ‘‘মমতা সরকারের তরফে তথ্য না আসায় হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021 রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে ৷ হাওড়া পৌরনিগম থেকে আলাদা করে বালি পৌরসভা গঠনের প্রস্তাব কখনই রাজ্যপালের বিবেচনার জন্য পাঠানো হয়নি ৷ তবে, 2015 সালের মতো হাওড়া পৌরনিগমের 66টি ওয়ার্ডে রাজ্য নির্বাচন কমিশন ভোট করাতে পারবে (State Election Commission Can Hold Howrah Municipal Corporation Election) ৷’’