শিলিগুড়ি, 4 জানুয়ারি : টাকা ও মোবাইল ছিনতাই-এর উদ্দেশ্যেই খুন করা হয়েছিল হর্ষিতকে । নতুন বছরে বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে যুবক খুনের ঘটনায় অবশেষে দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
ছিনতাই-এ বাধা দেওয়াতেই খুন করা হয়েছিল হর্ষিতকে - siliguri murder
বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে খুন হয়েছিলেন এক যুবক । সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ । জানা গিয়েছে, মোবাইল ও টাকা ছিনতাই করার জন্যই তাঁকে খুন করা হয় ।
ধৃতরা হল অন্যতম রায় এবং সঞ্জিত রায় । দু'জনেই শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ির বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনিতাইয়ের অভিযোগ রয়েছে । গতকাল সকালে আমবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা এবং আমবাড়ি ফাঁড়ির পুলিশ ।
1 জানুয়ারি বান্ধবীকে নিয়ে আমবাড়ি এলাকায় ঘুরতে যায় শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা হর্ষিত আগরওয়াল। রাতে বানিয়াপাড়া রেল ওভার ব্রিজের কাছে বান্ধবীর সঙ্গে কথা বলার সময় দুষ্কৃতীরা টাকা, মোবাইলের দাবি করে। তা দিতে অস্বীকার করলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। হর্ষিতের বান্ধবী চিৎকার করলে ঘটনাস্থান থেকে চম্পট দেয় তারা । এরপর গুরুতর জখম অবস্থায় হর্ষিতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হলে রাতে তাঁর মৃত্যু হয়।