দার্জিলিং, 2 মার্চ :পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ । দার্জিলিং পৌরসভার দখল নিল নতুন রাজনৈতিক দল হামরো পার্টি । অপ্রত্যাশিতভাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস-সহ পাহাড়ের অন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে পরাজিত করেছে অজয় এডওয়ার্ডের এই দল । 32টি ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ডে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা পেল হামরো পার্টি । অন্যদিকে, পরাজিত হয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা এবং মন ঘিসিংয়ের জিএনএলএফ । পাহাড়ের রাজনীতিতে এই পরিবর্তন অনেকেই ভাবতে পারেনি (Hamro Party wins in majority in Darjeeling Municipality Election) ।
কিন্তু পাহাড়ের মানুষ নতুন রাজনৈতিক সমীকরণের সঙ্গে নতুন উত্থান পর্বের সূচনা করলেন । এর আগে বিমল গুরুংকে যাচাই করে তাঁকে প্রত্যাখান করেছে পাহাড়বাসী । একই প্রতিক্রিয়া পেলেন বিনয় তামাং ও অনিত থাপা ৷ দার্জিলিংয়ে 32টি ওয়ার্ডের মধ্যে হামরো পার্টি 18টি আসন পেয়েছে । অন্যদিকে, অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 9 টি, গোর্খা জনমুক্তি মোর্চা 3টি ও তৃণমূল কংগ্রেস 2টি ওয়ার্ডে জয়ী হয়েছে ।
আরও পড়ুন :Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য