পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

GTA Election 2022 : জিটিএ নির্বাচনে প্রার্থী হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড - হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড

পাহাড়ে জিটিএ নির্বাচনে (GTA Election 2022) বিনয় তামাং, অনিত থাপার পর মনোনয়ন জমা দেন অজয় এডওয়ার্ড । ত্রিমুখী লড়াইয়ে জমজমাট শৈলরানী । সব রাজনৈতিকদলের জোট রয়েছে । আমাদের জোট জনতার সঙ্গে, মন্তব্য অজয় এডওয়ার্ডের (Hamro Party President Ajay Edward)।

Hamro Party President Ajay Edward to contest in GTA election
GTA Election

By

Published : Jun 5, 2022, 5:44 PM IST

দার্জিলিং, 5 জুন : জমজমাট শৈলরানীর জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) নির্বাচন । এবার জিটিএ নির্বাচনে (GTA Election 2022) সম্মুখ সমরে হামরো পার্টিও। শুধু তাই নয়, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে প্রার্থী হয়ে তাদের সঙ্গে সম্মুখ সমরে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড (Hamro Party President Ajay Edward to contest in GTA election)। দার্জিলিংয়ের তিন নম্বর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি । তার সঙ্গে ঘুম জোরবাংলো আসন থেকে লড়ছেন হামরো পার্টির সহ-সভাপতি পুরলস্কার ব্লোন । জিটিএ নির্বাচনের 45টি আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি ।

প্রসঙ্গত, জিটিএ নির্বাচনে লড়াই করার সিদ্ধান্তটি পাহাড়বাসীর উপরে ছেড়েছিলেন অজয় এডওয়ার্ড । সোশাল মিডিয়ার মাধ্যমে জিটিএ নির্বাচনে হামরো পার্টির প্রতিদ্বন্দ্বীতা করা উচিৎ হবে কি না, তা নিয়ে একটি সমীক্ষা করেন তিনি । সেই সমীক্ষার পরই রাতারাতি সিদ্ধান্ত নিয়ে শেষ দিনে 45টি আসনেই প্রার্থীরা মনোনয়ন জমা দেন । দার্জিলিংয়ের জেলাশাসকদের দফতরে মনোনয়ন জমা দেয় দার্জিলিং আসনের 11 জন প্রার্থী (Hamro Party nomination)।

মনোনয়ন জমা দেওয়ার পর অজয় এডওয়ার্ড (Hamro Party President Ajay Edward) বলেন, "45 টি আসনেই আমরা লড়ছি । একটা আসনও খালি ছাড়িনি । কারণ দার্জিলিং বা পাহাড়বাসী ভালো প্রশাসক থেকে বঞ্চিত । উন্নয়ন থেকে বহুদিন থেকে বঞ্চিত । জিটিএ জাতির পরিচয় বা দাবি । এসব পূরণ করে না । এসবের জন্য জিটিএ নয় । আর জিটিএ সেসবের জন্য তৈরি হয়নি । আমরা সরকারের সঙ্গে মিলেই কাজ করব । তবে দিল্লির সঙ্গে মিলে কাজ করলে রাজ্য সরকারের কাছে শত্রু হতে হবে । রাজ্যের সঙ্গে মিলে কাজ করলে দিল্লির শত্রু হতে হবে । এসব হলে এই জায়গা ফের বঞ্চিত হবে । আমরা গণতন্ত্রে বিশ্বাসী । মিলে কাজ করলেও কারোর হাতের পুতুল হব না ।"

আরও পড়ুন :GTA Election 2022 : মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং

এরপরই বিরোধীদের নিয়ে অজয় এডওয়ার্ড বলেন, " অন্যান্য রাজনৈতিক দল যেমন বিজিপিএম, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করেছে কিন্তু প্রকাশ্যে করেনি । অন্যদিকে জিএনএলএফ, বিজেপি জোট । কিন্তু বলছে না । আমাদের জোট খালি মানুষের সঙ্গে । আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হল বিজিপিএম । তবে আমাদের তাদের বিরুদ্ধে জেতার ভালো সুযোগ রয়েছে । কারণ তারা প্রশাসক হিসেবে কাজ করেছে, আর তারা ডাহা ফেল করেছে । খারাপ ফল করেছে দেখেই আমাদের ময়দানে নামতে হয়েছে । এতো ভাই ভাইপো এবার চলবে না ।" অন্যদিকে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সম্পাদক অলোক কান্তমনি থুলুং বলেন, "আমাদের লড়াই কারোর বিরুদ্ধে নয় । আমাদের লড়াই ভুল চিন্তাধারার বিরুদ্ধে । আমাদের প্রতিপক্ষ কেউ নেই ।"

পাহাড়ে জিটিএ নির্বাচনে মনোনয়ন জমা দেন অজয় এডওয়ার্ড

ABOUT THE AUTHOR

...view details