দার্জিলিং, 2 মার্চ: পৌরসভা নির্বাচনে এক সঙ্গে উত্থান ও পতনের নজির স্থাপন করল শৈলশহর । দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality Results 2022) নির্বাচনে পাহাড়ের নতুন নেতা হিসেবে উঠে এলেন অজয় এডওয়ার্ড ৷ মাত্র দু'মাস আগে তাঁর তৈরি নতুন রাজনৈতিক দল তাবড় তাবড় নেতাদের ধরাশায়ী করে দার্জিলিং পৌরসভা দখল করল ।
পাহাড়ে সূচনা হল নতুন রাজনৈতিক সমীকরণের । যা সেভাবে হয়তো কোনও রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণাই করতে পারেননি । অজয় এডওয়ার্ডের হামরো পার্টির উত্থানের সঙ্গে পাহাড়ে পতন হল বিমল গুরুং অধ্যায়ের । অন্যদিকে তার সঙ্গে পতন হল তথাকথিত পাহাড়ের রাজনৈতিক নায়ক সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফের । যা পরিচালনা করছিল তাঁরই ছেলে মন ঘিসিং ।
দার্জিলিং পৌরসভায় 32টি ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ডে জয় পেয়েছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি (Hamro Party) । তবে তাঁর পার্টি জিতলেও অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছেন খোদ অজয় এডওয়ার্ড । তিনি 22 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন । অজয় এডওয়ার্ডকে চেয়ারম্যান প্রজেক্ট করেই লড়ছিল হামরো পার্টি । কিন্তু বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janamukti Morcha) প্রার্থী জ্ঞানে সিংয়ের কাছে মাত্র সাতটি ভোটে পরাজিত হয়েছেন তিনি ।
অন্যদিকে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) পেয়েছে ন’টি আসন । তাদের চেয়ারম্যানের মুখ অমর লামা অবশ্য জয়ী হয়েছে । তাঁকেই প্রত্যাশিতভাবে বিরোধী দলনেতা করা হবে বলে জানা গিয়েছে । এদিকে বিমল গুরুং আর রোশন গিরিরা 22টি আসনে প্রার্থী দিয়ে মাত্র তিনটি আসনে জয়লাভ করেছে ৷ আর 10টি আসনে প্রার্থী দিয়ে দু’টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । সব থেকে খারাপ ফল করেছে জিএনএলএফ (GNLF) ও বিজেপি (BJP) । যেখানে জিএনএলএফ 22টি আসনে ও বিজেপি 10টি আসনে প্রার্থী দিয়েছিল সেখানে একটি ওয়ার্ডেও জয়লাভ করেনি তারা ।
রাজনৈতিক মহলের মতে, জিএনএলএফের একদা মুখপাত্র ও দার্জিলিং শাখার সভাপতি অজয় এডওয়ার্ড দলত্যাগ করার পর দার্জিলিং পৌর এলাকায় মুখ থুবড়ে পরে জিএনএলএফের সাংগঠনিক শক্তি । তার উপর জিএনএলএফের বিজেপির সঙ্গে গাঁটছড়া বাধার বিষয়টি ভালোভাবে নেয়নি পাহাড়বাসী ।