দার্জিলিং, 15 জুন:ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (Bhartiya Gorkha Prajatantrik Morcha) সভাপতি অনিত থাপার (Anit Thapa) বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল ৷ জিটিএ (Gorkhaland Territorial Administration) নির্বাচনের আগে অনিত থাপার বিরুদ্ধে ওঠা এই নির্বাচিনী বিধিভঙ্গের অভিযোগকে ঘিরে সরগরম পাহাড়ের রাজনীতি ৷ অনিত থাপার বিরুদ্ধে অভিযোগটি তুলেছে হামরো পার্টি (Hamro Party) ৷ যদিও অনিতের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন ৷ তাঁর বক্তব্য, কর্মহীন চা শ্রমিকদের পরিবারের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সবথেকে গুরুত্বপূর্ণ ৷ পাহাড়ের দুস্থ পড়ুয়াদের স্বার্থরক্ষায় সরব হয়ে তাঁকে যদি নির্বাচনী বিধিভঙ্গের আইনে দোষী সাব্যস্ত হতে হয়, তাহলেও তাঁর কিছু যায় আসে না ৷ প্রসঙ্গত, হামরো পার্টির দাবি হল, জিটিএ নির্বাচনের প্রচারে বেরিয়ে পড়ুয়াদের পঠনপাঠনের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেলেন অনিত ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি (Code of Conduct) লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে ৷
ইতিমধ্যেই জিটিএ নির্বাচনের (GTA Election 2022) মুখ্য নির্বাচনী আধিকারিক তথা দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলমকে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে হামরো পার্টি ৷ দলের সহকারী মুখপাত্র তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রোশন লামা (Roshan Lama) লিখিতভাবে অনিত থাপার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ৷ অনিত থাপার বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করারও অভিযোগ তোলা হয়েছে ৷ গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India) ৷
আরও পড়ুন:GTA Election 2022 : জয় পেলে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠনের আশ্বাস অনিত থাপার