পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tenzing Norgay Trekking Route: এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে সম্মান জানিয়ে বিশেষ ট্রেকিং রুট - তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন সম্মানের দাবি

তেনজিং নোরগেকে সম্মান জানাতে তাঁর নামে ট্রেকিং রুট চালু করল জিটিএ ৷ 70 তম এভারেস্ট দিবসে 12 কিলোমিটারের নয়া এই ট্রেকিং রুট চালু করা হয়েছে ৷

Tenzing Norgay Trekking Route ETV BHARAT
Tenzing Norgay Trekking Route

By

Published : Jun 2, 2023, 10:53 AM IST

তেনজিং নোরগের নামে ট্রেকিং রুটের কথা জানালেন জিটিএ'র মুখ্য জনসংযোগ আধিকারিক

দার্জিলিং, 2 জুন:তিনি তেনজিং নোরগে ৷ মহান সেই গোর্খা পর্বতারোহীকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি বহুদিনের ৷ কেন্দ্রীয় সরকারের কাছে দীর্ঘ কয়েক দশক ধরে সেই দাবি পেশ করা হলেও তা বাস্তবায়িত হয়নি ৷ গত 29 মে ছিল 70 তম এভারেস্ট দিবস ৷ সেই দিনটিই হল তেনজিং নোরগের 109 তম জন্মবার্ষিকী ৷ তাই ওইদিনে প্রথম এভারেস্ট জয়ী শেরপাকে সম্মান জানাতে, তেনজিং নোরগের নামে বিশেষ ট্রেকিং রুট চালু করল জিটিএ ৷ দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে টাইগার হিল পর্যন্ত ট্রেকিং রুটের নাম রাখা হয়েছে 'তেনজিং নোরগে হাইকিং ট্রেইল' ৷

জিটিএ'র উদ্যোগকে স্বাগত জানিয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে শুরু করে রাজ্যবাসী ৷ শুধু তাই নয় ৷ ওই ট্রেকিং রুট ও সেখানকার ট্রেকিং সম্পর্কে যাবতীয় তথ্য জিটিএ'র অফিসিয়াল ওয়েবসাইটে পাওযা যাবে ৷ জিটিএ'র মুখ্য জনসংযোগ আধিকারিক এসপি শর্মা বলেন, "তেনজিং নোরগে শেরপাকে এখনও যথাযথ সম্মান প্রদান করেনি কেন্দ্রীয় সরকার ৷ আর তাই আমরা তাঁর স্মৃতিতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কথা মাথায় রেখে ওই ট্রেকিং রুটের নামকরণ করেছি ৷"

‘তেনজিং নোরগে হাইকিং ট্রেইল’-এর রুট ম্যাপ

এসপি শর্মা আরও জানান, যানজট সমস্যা কাটাতে দার্জিলিংগামী একটি বিকল্প পথের সূচনা করেছে জিটিএ ৷ জিটিএ ও এইচএমআই সূত্রে জানা গিয়েছে, তেনজিং নোরগে এইচএমআই-তে থাকাকালীন সেই সময়ের দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তাঁর সাফল্যকে উদযাপনের জন্য একটি ট্রেকিং রুটের নামকরণের উদ্যোগ নিয়েছিল ৷ কিন্তু, সেটাও বাস্তবায়িত হয়নি ৷ কিন্তু, এবার পাহাড়বাসী এবং পর্বতারোহীদের সেই স্বপ্নপূরণ করল জিটিএ ৷

আরও পড়ুন:ভ্রমণকারীদের জন্য দুঃসংবাদ ! দার্জিলিং হতে চলেছে রাজ্যের অন্যতম দূষিত শহর

শৈলশহরের প্রাণ দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে শুরু হবে 'তেনজিং নোরগে হাইকিং ট্রেইল' ৷ সেখান থেকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে চড়াই-উতরাই ঘেষে থাকা পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে সেই রাস্তা পৌঁছবে টুংসুং পর্যন্ত ৷ এরপর সেখান থেকে পাহাড়ি দূর্গম পথ পেরিয়ে পৌঁছানো যাবে লাম্বাদাড়াঁ ৷ সেখানে পাহাড়ি গ্রাম গুরুং গাঁওয়ের উৎকৃষ্ট সংস্কৃতির স্বাদ অনুভব করা যাবে ৷ গুরুং গাঁও থেকে বেরিয়ে পাহাড়ি নদী রুঙডুং পাড় করে ছোট-বড় শৃঙ্গ ধরে যেতে হবে রাঙ্গেরুঙ্গ গ্রামে ৷ সেখান থেকে দেখা যাবে একাধিক হিমালয় শৃঙ্গ ৷

আরও পড়ুন:রাজ্যের সম্মতি না-মেলায় থমকে দার্জিলিং-বিজনবাড়ি রোপওয়ে পুনর্নির্মাণের কাজ

রাঙ্গেরুঙ্গ গ্রামের জনপদ ধরে এগিয়ে যেতে হবে গাদ্দিখানে এবং সেখান থেকে প্রায় এক ঘণ্টা হাঁটার পর পৌঁছানো যাবে টাইগার হিলে ৷ চৌরাস্তা থেকে টাইগার হিল পর্যন্ত দীর্ঘ ট্রেকিং রুটের নামই রাখা হয়েছে তেনজিং নোরগের নামে ৷ 12 কিলোমিটার দীর্ঘ ও টানা 6 ঘণ্টার পাহাড়ি ট্রেকিং পথ এটি ৷ 8 হাজার 500 ফুট উচ্চতায় সেই ট্রেকিং রুটের সময় পাইন গাছের জঙ্গল, পাহাড়ি গ্রাম, ঘন জঙ্গল, পাখির কলতান ও অর্কিডের বাগান দেখা যাবে ৷ আগামী দিনে ‘তেনজিং নোরগে হাইকিং ট্রেইল’ রোমাঞ্চকর পর্যটনে আলাদা মাত্রা এনে দেবে বলে মনে করছে পর্যটন ব্যবসায়ীরা ৷ পর্যটকদের জন্য গাইডের ব্যবস্থা করা হয়েছে জিটিএ'র তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details