সিঙ্কোনা বাগানে 97 জন কর্মীকে স্থায়ীকরণ জিটিএ'র দার্জিলিং, 27 এপ্রিল: এক যুগেরও বেশি সময় ধরে আটকে থাকা দাবি শেষমেষ পূরণ করল জিটিএ ( গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) । সূত্রের খবর, সিঙ্কোনা বাগানের 97 জন মরশুমের অস্থায়ী কর্মীকে স্থায়ী পদে বসানো হয়েছে ৷ বুধবার সেইসব কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন জিটিএ'র সিইও অনিত থাপা । ওই বিষয়ে সিঙ্কোনার অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে বি খাওয়াস বলেন, "আমরা ভীষণ খুশি। এক যুগ বাদে আমাদের দাবিপূরণ হল ও শ্রমিকদের বাগানে কর্মসংস্থান হল। এর জন্য ধন্যবাদ অনিত থাপাকে।"
ক্ষমতায় এসে আশ্বাস মত সিঙ্কোনা বাগানের শ্রমিকদের প্রায় 12 বছরের বেশি সময়ের দাবি পূরণ করলেন জিটিএ'র সিইও অনিত থাপা। আর দাবি পূরণ হতেই খুশির জোয়ার সিঙ্কোনা বাগানে । দার্জিলিংয়ের মংপুতে উপস্থিত সিঙ্কোনা বাগানের গোটা দেশে তো বটেই, গোটা বিশ্বে আলাদা গুরুত্ব রয়েছে । গোটা দেশের মধ্যে একমাত্র দার্জিলিং'য়ের পাহাড়ি আবহাওয়ায় ওই সিঙ্কোনা বাগান রয়েছে । কিন্তু বিগত দু'বছর আগে পর্যন্ত ধুঁকছিল ওই বাগানটি । কেন্দ্রীয় সরকারের কাছে ওই বাগানটির হাল ফেরাতে একাধিকবার দ্বারস্থ হলেও লাভ হয়নি । এরপর তার রাশ ধরে জিটিএ । আশ্বাস মত জিটিএ'র ক্ষমতায় এসেই ওই গুরুত্বপূর্ণ বাগানের উন্নয়নে কাজ শুরু করে ।
জিটিএ'র 39 নম্বর সমষ্টির ম্যানসোং, বারমেক, কাশিমের মতো বাগানগুলি রয়েছে । ওইসব বাগানে কর্মী পদ খালি ছিল । এছাড়াও আরও 78 জন কর্মীদের পরবর্তীতে স্থায়ী করা হবে । পাশাপাশি বাগানে বসবাসকারীদের পাট্টার আবেদনের জন্য জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন অনিত থাপা । ওই বিষয়ে জিটিএ'র মুখপাত্র এসপি শর্মা বলেন, "এটা একটা ঐতিহাসিক দিন । 12 বছরের পুরনো দাবি পূরণ হল । 97 জনকে স্থায়ীভাবে নিয়োগ করে নিয়োগপত্র তুলে দেওয়া হল । আগামীতে আরও 78 জনকে করা হবে ৷ পাশাপাশি বাগানে বসবাসকারীদেরও পাট্টা দিতে জিটিএ প্রস্তুত রয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রীও সবুজ সংকেত দিয়েছেন । কিছু সমস্যা রয়েছে যা জেলাশাসকের মাধ্যমে সমাধান করা হবে । সিঙ্কোনা বাগানের হাল ফেরানোর লক্ষ্য রয়েছে জিটিএ'র ।"
জানা গিয়েছে, সিঙ্কোনা বাগানে শুধুমাত্র মরশুমের কর্মী হিসেবে কাজ চলছিল । সিঙ্কোনা বাগানের প্রায় আট থেকে দশ বছর বা তারও বেশি সময় ধরে তারা কাজ করছিল ৷ সেইসব কর্মীদের অস্থায়ী কর্মী হিসেবে সেখানে নিযুক্ত করে রাখা হয়েছিল । সারা বছর কাজ করলেও বছরের নির্দিষ্ট কয়েক মাসের বেতন পেতেন তারা । প্রথমের দিকে বাগানে 300 শ্রমিক থাকলেও বর্তমানে তা দেড়শোর কাছে এসে দাঁড়িয়েছে । কর্মীদের দাবি ছিল, সিঙ্কোনা বাগানে কর্মরত কর্মীদের স্থায়ীকরণ করা এবং অবসরপ্রাপ্তদের রাজ্য সরকারের পেনশন স্কিম অনুযায়ী সুবিধা প্রদান করা । এছাড়াও লোক নিয়োগ ও বাগানে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পাট্টা প্রদান করা । এইসব দাবি নিয়ে একাধিকবার রাজ্য, কেন্দ্র ও জিটিএ'র দ্বারস্থ হলেও কাজ হয়নি । তবে এবার সেই সমস্যার সমাধান করল জিটিএ ।
আরও পড়ুন:জিটিএ ছাড়া পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান অসম্ভব, রাজ্যপালের কাছে দাবি বিজেপি বিধায়কের