দার্জিলিং, 12 জানুয়ারি: শৈলরানির পর্যটনে অন্যতম জায়গা সিটং । রাজ্যবাসীর কাছে নয়, দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম পছন্দের জায়গা সিটং। সেই সিটংয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগী হল গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন । সিটং লাতপাঞ্চের সমষ্টির অন্তর্গত বাগোড়া থেকে কালিঝোড়া পর্যন্ত 19 কিলোমিটার রাস্তার উন্নয়নে 21 কোটি 36 লক্ষ টাকা বরাদ্দ করেছে জিটিএ । পাহাড়ের ইতিহাসে এই প্রথম যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তার জন্য সবথেকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে । ওই রাস্তা তৈরির কাজ করবে রাজ্যের পূর্ত দফতর।
জিটিএ প্রধান অনিত থাপা বলেন, "সিটং পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র । গোটা দেশে সিটংয়ের নাম রয়েছে । এ বার বিদেশে সিটংয়ের নাম ছড়াতে হবে । সিটং রাজ্যের গর্ব, দেশের গর্ব । সিটংকে কেন্দ্র করে পর্যটনে অনেক উন্নয়ন হয়েছে । তৈরি হয়েছে অনেক হোম স্টে । এ বার ছোট ছোট হোটেল তৈরি করতে হবে ।"
তিনি আরও জানান, পাহাড়ে সিটং লাতপাঞ্চের সমষ্টিতে অন্যতম সমস্যা হল যোগাযোগ ব্যবস্থা । মূল সিটং এলাকায় পাকা রাস্তা থাকলেও আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে রাস্তা বেহাল রয়েছে বলে অভিযোগ । ফলে সেইসব পর্যটন কেন্দ্রগুলোতে চারচাকা গাড়ি যেতে পারত না । এই রাস্তাটি তৈরি হলে এ বার থেকে সেইসব পর্যটন কেন্দ্র তো বটেই, সেখান থেকে সোজা দার্জিলিং কার্শিয়াং যেতে পারবেন পর্যটকরা ।
জিটিএ'র মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "আমাদের মূল লক্ষ্য পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন । যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে পাহাড়ের উন্নয়ন হবে । সিটং পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র । রাস্তাটি হলে খুব সহজে পর্যটকরা যাতায়াত করতে পারবেন ।"