দার্জিলিং, 11 জুন : জিটিএ নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক দলগুলি । একদিকে, যেমন জিটিএ নির্বাচনের পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে শুরু হয়েছে যুযুধান লড়াই । চলছে জোরদার প্রচার । সেই জন্য পাহাড়ের চড়াই উতরাই পার করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন দলের নেতারা ৷ আর অন্যদিকে, জিটিএ নির্বাচনের বিরোধিতা করে পালটা শুরু হয়েছে প্রচার ।
পাহাড়ে এবারের জিটিএ নির্বাচনে অংশ নিচ্ছে অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি । দার্জিলিং পৌরসভা নির্বাচনে (Darjeeling Municipality Election 2022) জয়লাভের পর এবার তাদের লক্ষ্য জিটিএ নির্বাচন (GTA Election 2022) । আর সেই লক্ষ্যেই এবার শনিবার থেকে জিটিএ নির্বাচনের প্রচারের জন্য ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেছেন অজয় এডওয়ার্ড ।
'এবার জনতার রাজ', এই বার্তাকে সামনে রেখে ওই যাত্রা শুরু করেছে হামরো পার্টি (Hamro Party) । দলীয় প্রার্থীদের প্রচারে প্রত্যেক সংসদ, সমষ্টি, ব্লক থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ওই যাত্রা করবে হামরো পার্টি । আর অন্যদিকে, একইভাবে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে পালটা একইভাবে যাত্রা শুরু করলেন জিএনএলএফ (GNLF) সভাপতি মন ঘিসিং । এদিন থেকে তিনি জিটিএ নির্বাচনের বিরোধিতা করে পাহাড়বাসীকে সচেতন করতে এবং জিটিএ নির্বাচনে অংশ না করার বার্তা নিয়ে পালটা যাত্রার সূচনা করেছেন তিনি ৷ তিনিও অজয় এডওয়ার্ডয়ের মতো প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে প্রচার চালাবেন ।
এদিন সকালে দার্জিলিংয়ের তাকভার থেকে পরিবর্তন যাত্রা শুরু করেন অজয় এডওয়ার্ড । সেখান থেকে রেলিং, হয়ে বিজনবাড়ি পর্যন্ত যান । প্রচারে গিয়ে তিনি পাহাড়বাসীর সঙ্গে কথা বলছেন ও নাগরিক পরিষেবা উন্নত করার আশ্বাস দিয়েছেন ।