দার্জিলিং, 29 মে : দার্জিলিঙে হদিশ মিলল চার কোরোনা আক্রান্তের ৷ এর আগে GTA এলাকার একমাত্র কালিম্পং জেলাতেই কোরোনা আক্রান্তের হদিশ মিলেছিল । কিন্তু কালিম্পং এখন কোরোনামুক্ত । এবার দার্জিলিং জেলার কার্সিয়ঙে দু'জন ও সোনাদায় দু' জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলতেই সেই চেন ভাঙতে তৎপর GTA । একারণে আজ কার্সিয়ং মহকুমা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেন GTA চেয়ারম্যান অনিত থাপা ।
দার্জিলিঙে কোরোনা আক্রান্ত আরও 4 , বৈঠকে GTA চেয়ারম্যান
দার্জিলিঙে হদিশ মিলল চার কোরোনা আক্রান্তের ৷ এরপরই কোরোনা আতঙ্ক বাড়ল পাহাড়ে ।
বৈঠকের পর তিনি বলেন, কার্সিয়ঙে যে দু'জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে তাদের একজনের কোচবিহারে বাড়ি হলেও কর্মসূত্রে তিনি কার্সিয়ং যান । কার্সিয়ঙে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন তিনি । 16 মে থেকে হোম কোয়ারানটিনে ছিলেন । 18 মে কোরোনা পরীক্ষার জন্য তাঁর লালারস নেওয়া হয় । তাদের মধ্যে একজন উত্তরপ্রদেশের লখনউ থেকে গাড়ি ভাড়া করে কার্সিয়াঙে আসেন । তাঁর বাড়ির কার্সিয়াঙেই । বাকি দু'জন সোনাদার বাসিন্দা । তাঁরাও ভিন রাজ্য থেকে সোনাদায় ফিরে হোম কোয়ারানটিনে ছিলেন । এই 4 জনকেই শিলিগুড়িতে কোরোনা হাসপাতালে পাঠানো হচ্ছে ।
উত্তরবঙ্গের মধ্যে প্রথম কালিম্পঙে কোরোনা আক্রান্তের হদিশ মেলে । এরপর আরও কয়েকজনের শরীরে সংক্রমণ ধরা পড়লেও স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী আপাতত কোরোনা মুক্ত কালিম্পং জেলা ।