পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anit Thapa in Cut Money Row: কাটমানি চেয়ে ঠিকাদারকে হুমকিতে অভিযুক্ত অনিত, ভাইরাল স্ক্রিনশট - কাটমানি চেয়ে ঠিকাদারকে হুমকিতে অভিযুক্ত অনিত

কেন্দ্র সরকারের প্রকল্পে কাটমানি দাবির অভিযোগ খোদ জিটিএ সিইও অনিত থাপার (GTA CEO Anit Thapa) বিরুদ্ধে ৷ ঠিকাদারকে হুমকিরও অভিযোগ উঠেছে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল চ্যাটের স্ক্রিনশট ৷ এনিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷

Anit Thapa Cut Money Controversy
কাটমানির দাবি অনিত থাপার

By

Published : Mar 29, 2023, 2:01 PM IST

ঠিকাদারকে হুমকির অভিযোগ অনিত থাপার বিরুদ্ধে

দার্জিলিং, 29 মার্চ: "বিমল গুরুংয়ের সময় 20 শতাংশ কমিশন নেওয়া হত । এখন আমরা মাত্র 7 শতাংশ কমিশন নিচ্ছি ।" এবার কেন্দ্র সরকারের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল খোদ জিটিএ'র (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) সিইও অনিত থাপার (GTA CEO Anit Thapa) বিরুদ্ধে । মিরিকের এক ঠিকাদারের এই অভিযোগ করেছেন ৷ তাঁর এই অভিযোগকে ঘিরে সরগরম শৈলরানীর রাজনৈতিক মহল । শুরু হয়েছে ব্যাপক তরজা । আর কাটমানির অভিযোগ উঠতেই সরব হয়েছে বিরোধীরা ।

এর আগে খুব সম্প্রতি পাহাড়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন খোদ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista) । শুধু তাই নয়, কাটমানি নেওয়ার অভিযোগের পাশাপাশি কাজের গুনগতমান খারাপ হওয়া থেকে শুরু করে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে প্রকল্পের বরাদ্দ বন্ধ করার কথাও জানিয়েছিলেন সাংসদ । আর ফের একবার ওই অভিযোগ ওঠায় অস্বস্তিতে অনিত শিবির । যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পালটা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিটিএ-র সিইও (BGPM Chief Anit Thapa) ।

মিরিকের ঠিকাদার পুকার তামাং বলেন, "আমি কেন্দ্রীয় সরকারের পানীয় জল প্রকল্প, জল জীবন মিশনের অধীম সিটংয়ের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলাম । আর তারপর থেকেই অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা আমাকে টেন্ডার প্রত্যাহার করার জন্য চাপ দিতে শুরু করেন । না-মানলে আমাকে হুমকি দেওয়া হয় । তাতেও আমি না মানলে খোদ অনিত থাপা আমাকে ফোন করে 7 শতাংশ কমিশন চান । এটা অন্যায় । এতে কাজের মান একদিকে যেমন খারাপ হবে, অন্যদিকে ঠিকাদারদের কিছুই বাঁচবে না ।"

হামরো পার্টির মিরিক শাখার সভাপতি প্রশান্ত লামার বক্তব্য, এটা আজকে থেকে বিষয় নয়। বহুদিন ধরে চলে আসছে । অনিত থাপার লোকেরাই প্রকল্পের কাজ করবে । আর কেউ করতে পারবে না । আর কেউ কাজ পেলেও তার থেকে জোর করে 7 শতাংশ কাটমানি চাওয়া হচ্ছে । হুমকি দেওয়া হচ্ছে (Anit Thapa Cut Money Controversy)।

ভাইরাল স্ক্রিনশট

যদিও অভিযোগ অস্বীকার করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা বলেন, "একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে অজয় এডওয়ার্ড ও তাঁর লোকেরা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে । সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ । আমি পরামর্শ দেব যাতে তারা ভালো মনরোগ বিশেষজ্ঞ দেখাক ।" ওই ঘটনার পরই সোশাল মিডিয়ায় অনিত থাপার সঙ্গে ওই ঠিকাদারের কথোপকথন ভাইরাল হয়েছে । এমনকী সেই স্ক্রিন শট শেয়ার করেছেন অজয় এডওয়ার্ড নিজেও ।

আরও পড়ুন:বিজিপিএমে যোগ দিলেন হামরো পার্টির আরও এক কাউন্সিলর

ABOUT THE AUTHOR

...view details