পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guv on Panchayat Elections: এক দফাতেই ভোট, স্পর্শকাতর এলাকায় যাবেন পরিদর্শনে; শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল - শিলিগুড়িতে রাজ্যপাল

রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত নির্বাচন ৷ শিলিগুড়িতে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলায় ৷ তিনি জানান যে, স্পর্শকাতর এলাকায় তিনি পরিদর্শনে যাবেন ৷

Guv on Panchayat Elections
Guv on Panchayat Elections

By

Published : Jun 26, 2023, 6:29 PM IST

Updated : Jun 26, 2023, 7:37 PM IST

এক দফাতেই ভোট, শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল

শিলিগুড়ি, 26 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এক দফাতেই ! এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সোমবার সকালে সপরিবারে চারদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল । দার্জিলিংয়ের রাজভবনে যাওয়ার আগে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে সাংবাদিক বৈঠক করেন তিনি । আর সেখানেই তিনি 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ।

পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না মেলায় পঞ্চায়েত নির্বাচনের আয়োজন করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে । চিঠির মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতও প্রকাশ্যে এসেছে । রাজ্যে একাধিক দফায় ভোট করার দাবি জানিয়েছে বিরোধীরা ৷ তবে এ সবের মাঝেই রাজ্যপালের এ দিনের বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ ৷ শিলিগুড়িতে তাঁকে পঞ্চায়েত নির্বাচন কত দফায় হচ্ছে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন এক দফায় হচ্ছে নির্বাচন ৷

তবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপাল যে বেশ উদ্বিগ্ন তা এ দিন স্পষ্ট বোঝা গিয়েছে । উত্তরবঙ্গ সফরে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি জেলায় একদম তৃণমূল স্তরে গিয়ে খতিয়ে দেখতে চাইছেন তিনি । শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে যদি কোনও রাজনৈতিক দল বা সাধারণ মানুষ তাঁর সঙ্গে দেখা করতে চান, তাদেরও স্বাগত জানান রাজ্যপাল ।

আরও পড়ুন:স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির পর ফের কমিশনে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমি উত্তরবঙ্গ সফরে এসেছি । আমি নিজে পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে চাই । পঞ্চায়েত নির্বাচনের নিরিখে যে সব এলাকা স্পর্শকাতর, আমি সেগুলি পরিদর্শন করব । কিছু সন্ত্রাস, কিছু সংঘর্ষ বিভিন্ন জায়গায় হয়েছে । আমি নিজে সে সব জায়গায় গিয়ে পরিস্থিতি জানতে চাই । আমি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করব, কীভাবে ঘটনা ঘটল তা জানতে চাই । যতক্ষণ না পর্যন্ত গভীরে যাওয়া যাবে আসল কারণ জানা যাবে না ।"

এরপর রাজ্যপাল জানান, পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় । অভিযোগ-পালটা অভিযোগ উঠেছে । তিনি সত্যিটা জানতে চান । প্রত্যেক রাজনৈতিক দলকে স্বাগত জানান তিনি । তবে সফর চলাকালীন একটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

এরপরই রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সফরে যতটা সম্ভব বেশি জেলায় যাবেন তিনি । কোচবিহার, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে তিনি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ।

Last Updated : Jun 26, 2023, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details