শিলিগুড়ি, 18 নভেম্বর : রাজ্যের সঙ্গে সংঘাত আরও একধাপ বাড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়ে দিলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশে কিছু এসে যায় না ।" রাজ্যপালের ভূমিকা নিয়ে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানায় তৃণমূল । গতকাল বিষয়টি সাংবাদিকদের জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আজ শিলিগুড়িতে বলেন, "রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছি না । সাংবিধানিক দায়িত্ব মেনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে যাচ্ছি । আগামী দিনেও আমার এই কর্মসূচি চালু থাকবে । যে অভিযোগ তোলা হচ্ছে মিথ্যা ও ভিত্তিহীন ।"
আজ শুরু থেকেই সরকারকে আক্রমণ করে কথা বলছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড় । শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নে কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে বাউন্সার ছাড়েন তিনি । রাজ্য প্রশাসনের আধিকারিকদের তাঁর সঙ্গে দেখা না করা নিয়েও মন্তব্য করেন । বলেন, "যদি আমি রাজ্য সরকার চালাতাম তাহলে আজ বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি আসার পথে রাস্তাজুড়ে মুখ্যমন্ত্রীর কাটআউট নয়, আমার কাটআউট থাকত । গত 50 দিন ধরে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আমার দেখাই হয়নি । জেলাশাসক আমার সঙ্গে দেখা করেন না । এমন একটাও দৃষ্টান্ত দেখাতে পারবেন না যেখানে রাজ্যপাল কিছু করেছেন যাতে সরকারের কাজে প্রভাব পড়েছে । তাহলে আমি কেমন করে সমান্তরাল প্রশাসন চালালাম? আমি যেখানে যাই জেলা প্রশাসনকে আগাম জানিয়ে গিয়েছি । এটা আমার সাংবিধানিক কাজ এবং দায়িত্ব । এই কাজ করতে আমি পিছপা হব না । কাউকে ভয় পাব না । রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট, একথা ঠিক । এটাই সংবিধানে লেখা আছে ।"
রাজ্যপাল আরও বলেন, "কে কী বলছে তা আমি জানি না । কিন্তু মুখ্যমন্ত্রী কখনও আমাকে চিঠি লিখে বা সামনাসামনি জানাননি আমি আমার কাজে নিজের ভূমিকা এবং দ্বায়িত্ব অতিক্রম করছি । তিনি যদি কখনও আমাকে এনিয়ে জানান, আমি তাঁকে উত্তর দেব । তবে তা মিডিয়ার সামনে নয় ।"