শিলিগুড়ি, 14 মে : ফের রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ অসমে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি প্রশ্ন তোলেন, ভোট দিলেই কি মানুষকে মরতে হবে? এরকম লুঠ কি কাম্য? এই পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা কী হওয়া উচিৎ সেই বিষয়টিও তিনি মনে করিয়ে দেন ৷
রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে প্রশ্ন তুলেছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, রাজ্য সরকারকে এড়িয়ে জেলা সফরে যেতে পারেন না রাজ্যপাল ৷ রাজ্যপালও জানিয়ে দেন তিনি সংবিধান মেনেই যা করার করছেন ৷ আজ আবারও তিনি সেই একই প্রসঙ্গ তুলে বলেন, " রাজ্যপাল পোস্ট অফিস নয় ৷ রাজ্যপালেরও কিছু দায়িত্ব আছে ৷ আমার প্রথম দায়িত্ব দেশের সংবিধান বাঁচানো ৷ আর দ্বিতীয় দায়িত্ব হল মানুষকে সেবা করা ৷ "
ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা ঘুরে তিনি এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে খানিকটা কটাক্ষ করেই স্যালুট জানান ৷ সেইসঙ্গে সেখানকার পরিস্থিতিকেও তুলে ধরে বলেন, "আমি কোচবিহার গেলাম ৷ যে পরিস্থিতি আমি ভেবেছিলাম সেখানকার অবস্থা তার থেকেও ভয়ানক ৷ ওখানকার মানুষদের চোখে শুধু ভয় আর আতঙ্ক ৷ এইধরনের পরিস্থিতি কখনও কাম্য নয় ৷ ভারতীয় সংবিধান মেনে কাজ হচ্ছে না ৷" পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷