পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ প্রচার নয়, শুধু রং খেলা ; একযোগে বললেন অশোক-গৌতম-শংকর - congress

দোলের দিন এক হয়ে গেলেন তাঁরা। একে অপরের গালে লাগিয়ে দিলেন আবির। কোথাও যেন সব বিরোধিতা আজ মুছে গেল।

অমর সিং রাই ও শংকর মালাকার

By

Published : Mar 21, 2019, 3:38 PM IST

শিলিগুড়ি, ২১ মার্চ : রাজনৈতিক ময়দানে একে অপরের শক্র। একে অপরকে কটাক্ষ করতে একটুও কসুর করেন না। কিন্তু, আজ যেন সব মাফ। আজ দোল উৎসবে একে অপরের সঙ্গে রং খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই এবং কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। তাঁদের আবিরে রাঙিয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

অমর সিং রাই ও শংকর মালাকার এক সঙ্গে

এবিষয়ে অমর সিং রাই বলেন, "আমাদের মধ্যে মতভেদ থাকলেও সব বিভেদ ভুলে আজ আমরা রঙের উৎসবে মেতে উঠেছি।

ভিডিয়োয় শুনুন অমর সিং রাই ও শংকর মালাকারের বক্তব্য
"শংকর মালাকার বলেন, "অমর সিং রাই আমার থেকে অনেক বড়। তাঁর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। আজ কোনও রাজনৈতিক বাক্যালাপ করার জন্য আমরা এখানে আসিনি। আমরা দোলে একে অপরকে রাঙাতে এসেছি।" অশোক ভট্টাচার্য বলেন, "আজ আমরা সবাই বসন্ত উৎসবে যোগ দিতে এসেছি। এখানে এসে ভোটের আলোচনা করব না।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details