শিলিগুড়ি, ২১ মার্চ : রাজনৈতিক ময়দানে একে অপরের শক্র। একে অপরকে কটাক্ষ করতে একটুও কসুর করেন না। কিন্তু, আজ যেন সব মাফ। আজ দোল উৎসবে একে অপরের সঙ্গে রং খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই এবং কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। তাঁদের আবিরে রাঙিয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।
আজ প্রচার নয়, শুধু রং খেলা ; একযোগে বললেন অশোক-গৌতম-শংকর - congress
দোলের দিন এক হয়ে গেলেন তাঁরা। একে অপরের গালে লাগিয়ে দিলেন আবির। কোথাও যেন সব বিরোধিতা আজ মুছে গেল।
অমর সিং রাই ও শংকর মালাকার
এবিষয়ে অমর সিং রাই বলেন, "আমাদের মধ্যে মতভেদ থাকলেও সব বিভেদ ভুলে আজ আমরা রঙের উৎসবে মেতে উঠেছি।