দার্জিলিং, 5 অগস্ট :পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে ফের পাহাড়ে শুরু হয়েছে আমরণ অনশন ৷ অখিল ভারতীয় গোর্খা লিগের ভারতী তামাং গোষ্ঠীর নেতা এসপি শর্মা রবিবার থেকে শুরু করেছেন আমরণ অনশন ৷ দার্জিলিংয়ে অখিল ভারতীয় গোর্খা লিগের দলীয় কার্যালয়ে ভিতরেই আমরণ অনশন শুরু করেছেন তিনি ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে যান গোর্খা জনমুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি অনিত থাপা ৷
আরও পড়ুন :গোর্খাল্যান্ডে প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের প্রয়োজনীয়তার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের
এদিন অনিত থাপা বলেন, ‘‘2017 সাল থেকে বিজেপি পাহাড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷ পাহাড়ের মানুষ বিজেপিকে গত তিনবার ভোট দিয়েছেন ৷ দার্জিলিং থেকে বিজেপি সাংসদকে লোকসভায় পাঠিয়েছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সাংসদ পাহাড়ের মানুষের পৃথক রাজ্য তৈরির দাবি এবং 11টি জনজাতিকে ষষ্ঠ তফশিলভুক্ত করার ঘোষণা করেনি ৷ এসপি শর্মার আমরণ অনশনে আমরা তাঁর পাশে রয়েছি ৷’’