দার্জিলিং, 16 অগস্ট : পাহাড়ের রাজনীতিতে নয়া মোড় ৷ অখিল ভারতীয় গোর্খা লিগ (Akhil Bharatiya Gorkha league)-এর সভাপতি এসপি শর্মা পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের জন্য অনশন করছিলেন ৷ যার পরেই দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নীরজ জিম্বা-সহ বিজেপিপন্থী নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন ৷ যেখানে পাহাড়ের সমস্যার সামধানের জন্য ত্রিপাক্ষিক বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কিন্তু, এই বৈঠকের আশ্বাসের পরেই কেন্দ্রকে একহাত নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) এবং মোর্চা দ্বিতীয় সংগঠন গোষ্ঠী ৷ জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে বৈঠক ডাকা হলে, তারা সেই বৈঠক বয়কট করবে ৷
প্রসঙ্গত, পৃথক গোর্খাল্যান্ড (Gorkhaland) এবং পাহাড়ের 11টি জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে অশান্ত হয়ে রয়েছে দার্জিলিং ৷ যে সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে অনশনে বসেছিলেন অখিল ভারতীয় গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠী দলের সভাপতি এসপি শর্মা ৷ অনশন চলাকালীন তার সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন মোর্চা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷ সেই অনশনকে ঘিরে পাহাড়ে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি জোরালো হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন পাহাড়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা । যে প্রতিনিধি দলে ছিলেন, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সিপিআরএম নেতা আর বি ভুজেল এবং বিজেপির দার্জিলিং জেলা সভাপতি মনোজ দেওয়ান ।