দার্জিলিং, 2 নভেম্বর: ফের পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে ময়দানে নামলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ৷ পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গে বৈঠকে মোর্চা নেতা বিমল গুরুং ৷ অসমে এ নিয়ে একাধিক বৈঠক করেছেন তিনি ৷ রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকগুলির মাধ্যমে লোকসভা নির্বাচনের আগে ফের নিজের মাটি ফিরে পেতে চাইছেন বিমল গুরুং (Bimal Gurung is on Field for Gorkhaland) ৷
দিল্লিতে গোর্খা ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান প্রেম তামাং, অসমের জিটিসি'র সদস্য রাজ নেওয়ার, আগসুর অর্জুন ছেত্রী-সহ সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিমল গুরুং ৷ এছাড়াও পৃথক রাজ্যের দাবি নিয়ে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (গোর্খা সমাজ), অসম গোর্খা সম্মেলন, কোকরাঝার মহিলা সমাজ, কোকরাঝার গোর্খা সেবা সমিতি, ইউনাইটেট পিপলস পার্টির সঙ্গেও বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে ডিসেম্বর মাস থেকে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলন সংগঠিত করতে চাইছেন বিমল গুরুং ৷ পাশাপাশি আগামী 10 ও 11 ডিসেম্বর দিল্লিতে পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রীয় সম্মেলন করতে চলেছেন জিজেএম প্রধান ৷
বিমল গুরুং বলেন, ‘‘আমার লক্ষ্য একটাই ৷ গোর্খাদের জন্য পৃথক রাজ্য গোর্খাল্যান্ড ৷ রাজ্য বা কেন্দ্র একাধিকবার আশ্বাস দিলেও, কেউই ওই বিষয়ে পদক্ষেপ করছে না ৷ সেজন্য আমাদের দাবিতে এবার দেশের বিভিন্ন প্রান্তে থাকা গোর্খাদের নিয়ে সংগঠিত করে আন্দোলনে নামব ৷’’ দার্জিলিং হিল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তা ছেত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আগেই বলেছেন কোনও ভাগাভাগি নয় ৷ আর পাহাড় এখন শান্তি ও উন্নয়ন চায় ৷ বিমল গুরুং একজন ব্যর্থ নেতা ৷ তাঁকে পাহাড়বাসী প্রত্যাখান করেছেন ৷ এখন ফের তিনি ওই দাবিকে সামনে রেখে নিজের অস্তিত্ব বাঁচাতে চাইছেন ৷’’