শিলিগুড়ি, 4 মার্চ : যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সহ-সভাপতি লোপসাং লামা ৷ তাঁকে পকসো আইনে গ্রেফতার করেছে সিকিমের নামচি থানার পুলিশ ৷ ঘটনাটি চাউর হতেই রাজনৈতিকমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নামচিতেই লোপসাং লামার নিজস্ব একটি বেসরকারি ইংরেজি স্কুল রয়েছে। তিনি ওই স্কুলটির প্রিন্সিপাল বলেও জানা গিয়েছে।
বিমল গুরুং বলেন, "পকসো ধারায় লোপসাং লামাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁর উচ্চ রক্তচাপ থাকায় তাঁকে নামচি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।" বৃহস্পতিবার তাঁকে নামচি আদালতে তোলা হবে।