পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রলি ব্যাগের হাতলে কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, গ্রেপ্তার যুবক

প্রতিটি সোনার বিস্কুটের ওজন 166 গ্রাম । উদ্ধার হওয়া সোনার বাজার দর এক কোটি 14 লাখ টাকা । ধৃত যুবক বিহারের বাসিন্দা ।

Gold worth Rs one crore seized in Siliguri
ট্রলি ব্যাগের হাতলে কোটি টাকার সোনা পাচারের চেষ্টা

By

Published : Nov 25, 2020, 10:48 PM IST

শিলিগুড়ি, 25 নভেম্বর : ট্রলি ব্যাগের হাতল থেকে উদ্ধার কোটি টাকার সোনা । বিহারের মুজফ্ফরপুরে পাচারের পথে শিলিগুড়িতে প্রায় দুই কিলোগ্রাম সোনা বাজেয়াপ্ত করে DRI । গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে ৷

12টি সোনার বিস্কুট একটি ট্রলি ব্যাগের হাতলে ভরে বাসে বিহারের উদ্দেশে যাচ্ছিল ধৃত যুবক । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশন এলাকায় ওই বাসে তল্লাশি চালান DRI আধিকারিকরা ৷ সোনাসহ গ্রেপ্তার করা হয় মহম্মদ ফয়জ়ল নামে ওই যুবককে ৷

কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগ সূত্রে খবর, প্রতিটি সোনার বিস্কুটের ওজন 166 গ্রাম । উদ্ধার হওয়া সোনার বাজার দর এক কোটি 14 লাখ টাকা । ধৃত যুবক বিহারের বাসিন্দা । ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে নিয়ে আসা ওই সোনা বিহারের মুজফ্ফরপুরে নিয়ে যাওয়া হচ্ছিল । ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details