পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার সোনা, ধৃত 2 - ব্রহ্মপুত্র মেল

নিউ জলপাইগুড়ি স্টেশনে ব্রহ্মপুত্র মেলে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগ । তারা রাজস্থানের বাসিন্দা । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 কিলো 992 গ্রাম সোনা ।

শিলিগুড়িতে সোনা উদ্ধার
শিলিগুড়িতে সোনা উদ্ধার

By

Published : Aug 23, 2020, 3:28 PM IST

শিলিগুড়ি, 23 অগাস্ট : কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের অভিযানে শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার সোনা । ধৃত দুই প্রাচারকারী ৷ মায়ানমার থেকে পশ্চিমবঙ্গ হয়ে রাজস্থানে সোনা পাচারের চেষ্টা করছিলেন ও দুই ধৃত ।

নিউ জলপাইগুড়ি স্টেশনে ব্রহ্মপুত্র মেলে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগ । তারা রাজস্থানের বাসিন্দা । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 কিলো 992 গ্রাম সোনা । 12টি বাটে ভাগ করে এই সোনা নিয়ে যাচ্ছিল তারা ৷ । ধৃতদের নাম মাঙ্গিলাল ও যোগেশ সানি ।

ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারদর প্রায় 1 কোটি 9 লাখ 95 হাজার টাকা । রাজস্ব ফাঁকি দিয়ে এই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল । ধৃত দুজনেই সোনার কারবারি বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগ । এদের সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details