শিলিগুড়ি, 5 জুলাই: বরাবরই সোনা পাচারের জন্য নিত্যনতুন ছক এঁটে চলে পাচারকারীরা (Gold Recover In Siliguri)। কখনও জুতোর সোলে, কখনও বেল্টের গোপন চেম্বারে চলে সোনা পাচার । মূলত তদন্তকারী গোয়েন্দা সংস্থার চোখে ধূলো দিতে অভিনব পরিকল্পনা করে থাকে পাচারকারীরা । এবার নকল আঘাতের উপরে লাগানো ব্যান্ডেজের আড়ালে সোনা পাচারের অভিনব পরিকল্পনা ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)।
ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ডিআরআই আধিকারিকরা । ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয় । ধৃতদের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । উদ্ধার হয়েছে প্রায় এক কেজি সোনা ও নগদ 32 লক্ষ টাকা ।
সরকারি আইনজীবী রতন বণিক বলেন, "কোমরে নকল ক্ষতের ব্যান্ডেজের আড়ালে ওই সোনা লুকিয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা । ঘটনায় এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে । আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।" ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ঝাড়খন্ডের কোদারমা জেলার সেলারির বাসিন্দা শাহাদাত হুসেন ও জলপাইগুড়ি জেলার দিনবাজারের মারওয়ারিপট্টির বাসিন্দা সুরেন্দ্রকুমার শাহ । সুরেন্দ্রকুমার পেশায় স্বর্ণব্যবসায়ী । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডিআরআই আধিকারিকদের হাতে । এর আগে মূলত ইন্দো-মায়ানমার সীমান্ত পার হয়ে সোনা ভারতে প্রবেশ করত তারা । কিন্তু একাধিক অভিযানে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এবার থেকে ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার হয়ে সোনা ভারতে প্রবেশ করত শুরু করেছে ।