পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোরের বয়ানেই মাটি খুঁড়ে উদ্ধার ঠাকুরের গয়না

পুলিশের জালে ধরা পড়তেই সব বলে দিল চোর । অবশেষে মাটি খুঁড়ে উদ্ধার হল মহাবীরস্থান মন্দির থেকে চুরি যাওয়া সোনা-রূপোর গয়না ৷

By

Published : Sep 15, 2019, 4:54 AM IST

Updated : Sep 15, 2019, 6:41 AM IST

শিলিগুড়ি

শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : নিজের বাড়িতেই মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল চুরি করা গয়না । পুলিশের জালে ধরা পড়তেই সব বলে দিল চোর । অবশেষে মাটি খুঁড়ে উদ্ধার হল মহাবীরস্থান মন্দির থেকে চুরি যাওয়া সোনা-রূপোর গয়না ৷

একাধিক চুরি, ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে দু'জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ । ধৃতরা হল প্রদীপ দাস ওরফে পল্টু ও সন্দীপ দয়াল । প্রদীপ শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা । মহাবীরস্থান সংলগ্ন মন্দিরে চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় । অন্যদিকে, হায়দরপাড়ার ইস্কন রোডের বাসিন্দা সন্দীপ দয়াল । দু'দিন আগে বাঘাযতীন পার্ক সংলগ্ন একটি ATM মেশিনের ব্যাটারি চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃত দু'জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । শিলিগুড়ির DCP (ইস্ট) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, পুজোর সময় চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ে । যদিও এবার 30 শতাংশ চুরি-ছিনতাইয়ের ঘটনা কমেছে গত বছরের তুলনায় ।

শনিবার ভোররাতে শিলিগুড়ি থানার কাছেই মহাবীরস্থান এলাকায় একটি মন্দির থেকে ঠাকুরের গহনা চুরি যায় । অভিযোগ জমা পড়ে থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় জড়িত রয়েছে প্রদীপ দাস ওরফে পল্টু । এরপরেই পল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই একাধিক অসংগতি ধরা পড়ে । অবশেষে পল্টু জানায় চুরি করা ঠাকুরের অলঙ্কার তার বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে রেখেছে । পল্টুর বয়ানের ভিত্তিতে টিকিয়াপাড়া এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া সোনা ও রূপোর অলঙ্কার । অন্যদিকে, বাঘাযতীন পার্ক এলাকার একটি ATM মেশিনের তিনটি ব্যাটারি চুরির ঘটনায় ধৃত সন্দীপকে জিজ্ঞাসা করে উদ্ধার হয় চুরি যাওয়া ব্যাটারি । আবার, রবীন্দ্রনগরে একটি বাড়িতে চুরির ঘটনায় পরিচারিকার কাছ থেকে উদ্ধার হয় গয়না । যাকে শিলিগুড়ি থানা নিজেদের বড় সাফল্য বলেই দাবী করছে ৷

এর পরই একাধিক ঘটনাকে সামনে রেখে জরুরিকালীন সাংবাদিক বৈঠকে ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, গত বছরের তুলনায় এ বছর চুরি-ছিনতাইয়ের ঘটনা 30 শতাংশ কমেছে । অন্যদিকে, জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি যত চুরির ঘটনা ঘটেছে তারমধ্যে 35 শতাংশের ক্ষেত্রে সাফল্য মিলেছে ।

Last Updated : Sep 15, 2019, 6:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details