পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেতন নিয়ে মতানৈক্য, হোটেল মালিকদের পালটা মামলার হুমকি GNLF-র - হোটেল মালিকদের মামলার হুমকি GNLF-র

দার্জিলিংয়ে 300-র বেশি হোটেল ও রেস্তরাঁ রয়েছে । সেইসব হোটেল কর্মীদের তিন মাস 35 শতাংশ বেতন দেওয়া হয়েছে । এরপর আর বেতন দেওয়া যাবে না বলে জানানো হয় । ফলে বন্ধ থাকবে হোটেল । হোটেল মালিক সংগঠনের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলার হুমকি দিল GNLF ।

Darjeeling
দার্জিলিং

By

Published : Jun 5, 2020, 12:55 PM IST

দার্জিলিং , 5 জুন : হোটেল মালিক সংগঠনকে পালটা হুমকি দিল গোর্খা ন্যাশেনাল লিবারেশন ফ্রন্ট (GNLF) । কর্মীদের বেতন ইশুতে জুলাই মাস থেকে পাহাড়ের হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখার হুমকি দেওয়া হয় হোটেল মালিক সংগঠনের পক্ষ থেকে । তারই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করার হুমকি দিল GNLF ।

হোটেল মালিক সংগঠনের নেতা অজয় এডওয়ার্ড বলেছিলেন, "দার্জিলিং পাহাড়ে 300 বেশি হোটেল-রেস্তরাঁ রয়েছে । হোটেল কর্মীদের এপ্রিল, মে ও জুন মাসে 35 শতাংশ বেতন দেওয়া হবে । এরপর আর বেতন দেওয়ার অবস্থায় থাকবেন না তাঁরা । ফলে জুলাই মাস থেকে পাহাড়ের হোটেল বন্ধ রাখা হবে । অক্টোবরের পর পরিস্থিতি দেখে খোলার বিষয়টি বিবেচনা করা হবে । "

হোটেল মালিক সংগঠনের এই হুঁশিয়ারিতে উদ্বেগ প্রকাশ করে হোটেল শ্রমিক সংগঠন থেকে শুরু করে GNLF । GNLF-র তরফে একধাপ এগিয়ে আজ পালটা হুমকি দেওয়া হয় । এ ধরনের মন্তব্যের জন্য হোটেল মালিক সংগঠনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয় । GNLF নেতা অজয় এডওয়ার্ডের বক্তব্য জুলাই ,অগাস্ট পর্যন্ত বর্ষাকাল থাকছে । এরপর সেপ্টেম্বর ও অক্টোবর । ডিসেম্বর ও জানুয়ারিতে হোটেলগুলি ভরা থাকবে । তাই হোটেল মালিকদের এধরনের নেতিবাচক মন্তব্য করা উচিত হয়নি । কেননা , বেতন মতানৈক্য নিয়ে রাজ্য সরকারের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকের তোড়জোড় চলছিল । এরই মাঝপথে হঠাৎ করে হোটেল মালিক সংগঠনের তরফে বলে দেওয়া হল জুলাই থেকে দার্জিলিং পাহাড়ের সব হোটেল বন্ধ থাকবে । এমনটা হলে 100 শতাংশ বেতন দিতে হবে শ্রমিকদের । আন্দোলনও চলবে । মামলাও হবে ।

ABOUT THE AUTHOR

...view details