কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডার সঙ্গে দেখা করল জিএনএলএফের প্রতিনিধি দল দার্জিলিং, 10 মার্চ: গোর্খাদের ষষ্ঠ তপশিলি জাতির স্বীকৃতি দেওয়ার দাবিতে এবার কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ জিএনএলএফ ৷ বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় তপশিলি, উপ-তপশিলি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী অর্জুন মুণ্ডার সঙ্গে বৈঠক করলেন জিএনএলএফ-এর নেতারা (Gorkha National Liberation Front, GNLF) ৷ সিকিমে তিনদিনের সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এদিন রাতে দিল্লি ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে আসেন ৷
সূত্রের খবর, সেখানে অতিথি কার্যালয়ে জিএনএলএফ-এর বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ ওই বৈঠকে জিএনএলএফের সেক্রেটারি জেনারেল তথা দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, সংগঠনের সম্পাদক ঋষি থাপা, মুখপাত্র ওয়াই লামা, কেন্দ্রীয় কমিটির সদস্য কিশোর রাই-সহ অন্যরা ছিলেন ৷ বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান তাঁরা ৷ প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে (GNLF Representative team meets Arjun Munda over Sixth Schedule Tribe recognition for Gorkhas) ৷
জানা গিয়েছে, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা আগেই মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন ৷ সেই অনুযায়ী বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা জিএনএলএফের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হন ৷ বৈঠকে গোর্খা জাতি ও তার অন্তর্ভুক্ত 12টি জনজাতিকে ষষ্ঠ তপশিলি জাতিকে স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয় ৷ যদিও এই দাবি বহুদিনের ৷ কিন্তু বিজেপি সরকার ওই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি ৷ সামনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং সামনের বছর লোকসভা নির্বাচন ৷ ওই দাবি পূরণ না হলে পাহাড়ে তার বিপরীত প্রতিক্রিয়া পড়তে পারে বলেও জানিয়ে দিয়েছেন বিধায়ক নীরজ জিম্বা ৷ এদিকে মন্ত্রী অর্জুন মুণ্ডা আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে ৷ তিনি রাজু বিস্তাকে এই দাবি নিয়ে একটি রিপোর্ট দেওয়ার কথাও জানিয়েছেন ৷ এ প্রসঙ্গে ওয়াই লামা বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে খুব ইতিবাচক বৈঠক হয়েছে ৷ আমাদের দাবি যাতে পূরণ হয়, তার জন্য তিনি দ্রুত পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷"
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বঙ্গভঙ্গ ইস্যুতে পাহাড়ে বনধ ! সমর্থন করছে না জিএনএলএফ
জিএনএলএফ মনে করছে, বর্তমানে পাহাড়ের রাশ অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার হাতে ৷ দার্জিলিং পৌরসভার ক্ষমতা পেয়েছে তারা । সঙ্গে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ফলে পাহাড়ে লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসতে হলে দীর্ঘ দিনের এই দাবি পূরণ করা ছাড়া আর কোনও রাস্তা নেই ৷ পৃথক রাজ্য না হলেও বহুদিনের দাবি ষষ্ঠ তপশিলির দাবি পূরণ হলে সেটাকে অন্তত সামনে রেখে লড়াই করতে পারবে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ৷ এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ করে, সেটাই দেখার, মনে করছে রাজনৈতিকমহল ।