দার্জিলিং, 30 মে : ভোট পরবর্তী হিংসা এবার পাহাড়ে । GNLF-এর লেবং ভ্যালির কনভেনার রাজু সুব্বার বাড়ি ভাঙচুর করা হল । অভিযোগ উঠেছে বিনয়পন্থী শিবিরের বিরুদ্ধে ।
অভিযোগ অস্বীকার করে বিনয়পন্থী দল । মোর্চার বিনয়পন্থী শিবিরের সাধারণ সম্পাদক অনিত থাপা বলেন, উন্নয়নের স্বার্থে পাহাড়ে শান্তি বজায় থাকা জরুরি । শান্তি না থাকলে পাহাড়বাসীর কোনও দাবিই পূরণ সম্ভব নয় । ইতিমধ্যেই ভুল রাজনীতির মাশুল গুনতে হয়েছে পাহাড়বাসীকে ।
অন্যদিকে, আজ কালিম্পঙের ডম্বরচকে পোস্টার দেয় GNLF । সেই পোস্টারে বিনয় তামাং, অনিথ থাপাদের GTA ছাড়ার দাবি জানানো হয় । পাশাপাশি আজ দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান প্রতিভা রাইয়ের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেয় মোর্চার বিমলপন্থী শিবির । প্রতিভা রায়কে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করে বিমলপন্থী শিবির। মোর্চার বিনয়পন্থী শিবিরের নেতা তথা দার্জিলিং পৌরসভার ভাইস চেয়ারম্যান সাগর তামাং বলেন, ভুল বুঝিয়ে প্রতারণা করে বেশ কয়েকজন কাউন্সিলরের সই নেওয়া হয়েছে । এই বিষয়ে দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করেছেন দার্জিলিং পৌরসভার ২৮ নম্বর ওয়াডের কাউন্সিলর লাকপা শেরপা । মোর্চার বিমল শিবিরের মুখপাত্র বিপি বাজগাই সহ ২০ জনের বিরুদ্ধে FIR করেছেন তিনি । এরপরই বিপি বাজগাইকে গ্রেপ্তার করে দার্জিলিং সদর থানার পুলিশ ।
আর গতরাতেই GNLF নেতা রাজু সুব্বার বাড়ি ভাঙচুর করা হয় । এই বিষয়ে দার্জিলিং সদর থানার IC তীর্থ নাথ বলেন, এখনও এই ঘটনার ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি । অভিযোগ পেলেই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।