দার্জিলিং, 7 জানুয়ারি: গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) সভাপতি বিমল গুরুংয়ের (Bimal Gurung) সঙ্গে আচমকা গোপন বৈঠক সারলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ (BJP MLA) রাজু বিস্তা (Raju Bista) । আর তাঁদের এই বৈঠককে ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে পাহাড়ে । শুক্রবার রাতে দার্জিলিংয়ের সিংমারিতে বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে যান সাংসদ । সেখানে প্রায় 20 মিনিট তাঁদের মধ্যে আলোচনা হয় ।
যদিও দু'পক্ষই বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে অভিহিত করেছে (Bimal Gurung Raju Bista Meeting) । রাজু বিস্তা বলেন, "2019 সালের লোকসভা নির্বাচনে বিমল গুরুংয়ের ভূমিকা আমি ভুলিনি । বিমল গুরুং এখন বিজেপির সঙ্গে না থাকলেও আমাদের মধ্যেকার ব্যক্তিগত সম্পর্ক অটুট রয়েছে । সেই সম্পর্কের কারণেই আমি দার্জিলিংয়ে থাকায় দেখা করতে এসেছিলাম তাঁর সঙ্গে ।" কিন্তু তাঁদের এই আচমকা সাক্ষাতের নেপথ্যে পাহাড়ের রাজনীতি নয়া সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে সমস্ত মহলেই জল্পনা শুরু হয়েছে ।
বিমল গুরুং বলেন, "রাজু বিস্তা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন । আমি তাঁকে তাঁর গোর্খাদের প্রতি দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা আরও একবার মনে করিয়ে দিয়েছি । গোর্খাল্যান্ডের জন্য যাতে তিনি কাজ করেন সেটাই তাঁকে জানালাম ।"
আরও পড়ুন:তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মোর্চা, গোর্খাল্যান্ডের দাবি আদায়ে ফের সরব গুরুং
উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থনের কথা ঘোষণা করেন দীর্ঘ অজ্ঞাতবাস কাটিয়ে পাহাড়ে ফেরা গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং । আরও পরে নিজে দার্জিলিং পৌরসভা ও জিটিএ নির্বাচনে (GTA Election) লড়াই করে বুঝে যান তাঁর অস্তিত্ব কতোটা সংকোটে রয়েছে । এখন ক্ষমতা অনিত থাপার (Anit Thapa) হাতে ।
সম্প্রতি নানা কারণে বেসুরো বাজছিলেন গুরুং । তাঁর সঙ্গে বেসুরো তো বটেই, একই পথে হেঁটে দলত্যাগ করেছেন বিনয় তামাং । তাঁরা দুজনের একসময়ের সঙ্গী অনিত থাপার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতাকেও মেনে নিতে পারছিলেন না গুরুং । ফলে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল বিমল গুরুংয়ের । দার্জিলিং পৌরসভায় (Darjeeling Municipality) হামরো পার্টিতে (Hamro Party) ভাঙন ধরিয়ে অনিতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে সেই বিরোধ আরও প্রকাশ্যে আসে দুজনেরই ।
এবার অনিতকে ক্ষমতা থেকে সরাতে একজোট হন বিমল গুরুং, অজয় এডওয়ার্ডরা (Ajay Edward) । তৃণমূল (TMC) থেকে পদত্যাগ করে পাহাড়ে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে গুরুংদের পাশেই দাঁড়ান বিনয় তামাংও (Binay Tamang) । ফলে পাহাড়ের পরিস্থিতি ফের অন্যদিকে বাঁক নেয় । আর এই পরিস্থিতিতে রাজু বিস্তার সঙ্গে বিমলের সৌজন্য সাক্ষাৎ আরও জল্পনা উসকে দিল ।
আরও পড়ুন:দার্জিলিং পৌরসভা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে, সাতদিনেই গঠন হবে নতুন বোর্ড
সামনেই 2024 সালের লোকসভা নির্বাচন (Lok Sabha Election) । তাঁর আগে দার্জিলিং লোকসভা দখলে রাখতে বিজেপি যে সর্বশক্তি নিয়োগ করবে তা বলাই বাহুল্য । এই বৈঠকের মধ্যে দিয়েই সেই প্রস্তুতির সলতে পাকানো শুরু হয়ে গেল কি না, তা অবশ্য ভবিষ্যৎ বলবে । তাহলে কী পাহাড়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) বনাম বিজেপি ও বিমল, অজয়-বিনয় হতে চলেছে ? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে পাহাড়ের আনাচে-কানাচে ৷