পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC ইশুতে অসমে বিনয় তামাঙের নেতৃত্বে মোর্চার প্রতিনিধি দল - NRC ইশুতে অসমে বিনয় তামাঙয়ের নেতৃত্বে মোর্চার প্রতিনিধি দল

অসম গেল বিনয় তামাঙের নেতৃত্বাধীন মোর্চার 15 সদস্যের এক প্রতিনিধি দল  । নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকার জেরে সেখানকার গোর্খা সম্প্রদায়ের সদস্যরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবে এই দলটি ৷

বিনয় তামাঙ

By

Published : Sep 14, 2019, 9:50 AM IST

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : NRC ইশুতে এবার অসম গেল বিনয় তামাঙের নেতৃত্বাধীন মোর্চার 15 সদস্যের এক প্রতিনিধি দল । নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকার জেরে সেখানকার গোর্খা সম্প্রদায়ের সদস্যরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবে এই দলটি ৷

বিনয় তামাং ছাড়াও এই প্রতিনিধি দলে আছেন সতীশ পোখরেল, D K প্রধান, জ্যোতিকুমার রাই, প্রবীণ রৌপাল, রওশন রাই, ভুবন খানাল, পঙ্কজ বাসনেট, অমৃত ইয়নযোন, বলরাম ছেত্রি, দাওয়া তামাং, সামির রাই, আছিলুম ভট্টরাই এবং আলফোনাস গুরুং ।

বিনয় তামাং বলেন, "অসম সফরে আমাদের প্রতিনিধি দলটি কোনও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বা দেখা করবেন না । কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই । অসমের আইনেও হস্তক্ষেপ করব না । তবে বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারি ।" তাঁর বক্তব্য, অসমে NRC-র ফলে গোর্খা সম্প্রদায়ের লক্ষাধিক সদস্য বিপাকে পড়েছে । সেই সব মানুষদের জন্য কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়েই তাঁরা তথ্য সংগ্রহ করবেন ।

এদিকে অসমের ধাঁচে রাজ্যে NRC চালু হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিনয় তামাংরা । NRC-র প্রতিবাদে পাহাড়ে আন্দোলনও করছেন তাঁরা । আর এবার অসমে গেল তাঁদের এক প্রতিনিধি দল ৷

ABOUT THE AUTHOR

...view details