পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal Medical College: উত্তরবঙ্গ মেডিক্যালের পরিকাঠামো উন্নয়নে ফাঁক, অখুশি গৌতম দেব

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নের কাজ ও ন্যায্য মূলের ওষুধের পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ গৌতম দেবের (Gautam Dev on North Bengal Medical College) ৷

ETV Bharat
North Bengal Medical College

By

Published : Nov 29, 2022, 9:45 PM IST

শিলিগুড়ি, 29 নভেম্বর: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার নিম্নমানের কাজের অভিযোগ উঠল (North Bengal Medical College)। আর সেই অভিযোগ তুলেছেন খোদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব । মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখানকার আধিকারিক, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব । বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক, কলেজের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত-সহ অন্যান্যরা (Gautam Dev on North Bengal Medical College) ।

এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করিডর সংস্কার ও মেরামতির জন্য সাত কোটি টাকা দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর । কিন্তু তার মধ্যে পাঁচ কোটি টাকা খরচ করা হয় এবং বাকি দু'কোটি টাকা ব্যবহার না-করার জন্য ফেরত চলে যায় । আর যেটুকু কাজ হয়েছে সেটাও নিম্নমানের । যে এজেন্সি ওই কাজ করেছে তাদের নিয়ে পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করব । প্রয়োজনে তদন্ত হবে ।"

আরও পড়ুন: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও এদিন হাসপাতালের স্বাস্থ্য দফতরের অধীনে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকান ঠিকমতো পরিচালনা না-করার অভিযোগও তোলেন গৌতম দেব (Gautam Dev Speaks on developmental issue of North Bengal Medical)। শিলিগুড়ি জেলা হাসপাতাল-সহ গোটা রাজ্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান ভালো মতো চললেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান ঠিকমতো পরিচালনা করা হচ্ছে না বলে অভিযোগ তাঁর । এমনকি অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি খুব সাধারণ ওষুধও ওই দোকান থেকে মিলছে না । এর আগে প্রশাসনিক বৈঠকে এই বিষয়টি জানতে পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন গৌতম দেব ।

ABOUT THE AUTHOR

...view details