পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Post For Goutam Deb: মজুরি উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদে গৌতম দেব

রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক নূন্যতম মজুরি উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Chairman of the State Minimum Wages Advisory Board)৷ এপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন বোর্ড গঠন করা হবে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 17, 2023, 10:33 AM IST

Updated : Mar 17, 2023, 11:02 AM IST

মজুরি উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদে শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শিলিগুড়ি, 17 মার্চ:রাজ্যের অসংগঠিত শ্রমিকদের নূন্যতম মজুরি উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Dev is the Chairman of the State Minimum Wages Advisory Board)। রাজ্য সরকারের তরফে নবনির্মিত ওই বোর্ডের বিষয়টি জানানো হয়েছে । এপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন বোর্ডের প্রথম বৈঠক হবে । গৌতম বলেন, "আমাকে এত বড় দায়িত্ব দেওয়ায় আমি আপ্লুত । আশাকরি সরকারের প্রত্যাশা পূরণ করতে পারব । রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন ।"

প্রসঙ্গত, রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি চালু করতে চায় রাজ্য (Siliguri News)। তাই বিরোধী শ্রমিক ইউনিয়ন সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে । শ্রমিকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাবার পর বাগান শ্রমিকদের নূন্যতম মজুরি চালু হয়ে যাবে । শ্রমিকদেরও আর্থ-সামাজিক উন্নয়নের জন্যই এই পদক্ষেপ নিয়েছে সরকার বলে জানা গিয়েছে । গৌতম দেব ছাড়া বোর্ডের ভাইস চেয়ারম্যান হলেন শ্রম দফতরের মুখ্য সচিব, সচিব অথবা অতিরিক্ত সচিব । সদস্য হিসেবে রয়েছেন, অর্থ দফতরের যুগ্ম সচিব ও কৃষি দফতর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের ন্যুনতম যুগ্ম সচিব, শ্রম কমিশনার । নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

এছড়াও রয়েছেন সঞ্জয় রাই ও তরাই ডুয়ার্স প্ল্যান্টেনার্স ওয়ার্কার্স ইউনিউনের সভাপতি নকুল সোনার । রাজ্য সরকারের তরফে মনোনীত সদস্য হিসেবে রয়েছেন আসানসোলের উত্তম চক্রবর্তী । রয়েছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । বোর্ডে রয়েছে সিটু, আইএনটিইউসি, এআইইউটিইউসি, জুট ওয়ার্কার ইউনিয়ন, হিন্ডালকো ওয়ার্কার ইউনিয়নের প্রতিনিধিরা ৷ পাশাপাশি মোট
24 জনের ওই কমিটিতে রয়েছেন 8টি চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরাও । সকলকে নিয়েই প্রথম বৈঠক ডাকা হবে এপ্রিলে ।

আরও পড়ুন:টানা 5 ঘণ্টা শিলাবৃষ্টি, শৈলশহরে ফেরাল বরফপাতের স্মৃতি

এদিন নতুন দায়িত্ব পেয়ে চেয়ারম্যান গৌতম দেব বলেন, "শ্রমমন্ত্রী মলয় ঘটক আমাকে ফোন করে খবরটি জানালেন । আমার সঙ্গে অনেকেরই রয়েছেন । তাঁদের সঙ্গে কথাও হয়েছে । সকলকে নিয়েই দ্রুত বৈঠক ডাকতে চাই । তার জন্য শ্রমমন্ত্রীর সঙ্গেও কথা বলব । তারপর দেখব প্রথম বৈঠক কোথায় ডাকলে সুবিধা হয় । কলকাতা নাকি অন্য কোনও জায়গায় সেটা দেখে নেব । তবে এখনই কিছু বলার নেই । পুরো বিষয়টি নিয়ে আমাকে বিস্তারিত জানতে হবে তারপরেই যা বলার বলতে পারব । তাই আলোচনা ছাড়া কিছু বলা যাবেনা ।"

Last Updated : Mar 17, 2023, 11:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details