শিলিগুড়ি, 10 জুন : শিলিগুড়িকে করিডোর করে গাঁজা পাচারের ঘটনা নতুন নয় । তবে লকডাউনের জেরে ততটা সক্রিয় ছিল না পাচারচক্র ৷ কিন্তু ধীরে ধীরে লকডাউন উঠতেই ফের সক্রিয় তারা ৷ এবার পাচারের সময় দুই ক্যারিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার ৫ লাখ টাকার বেশি মূল্যের গাঁজা।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ সেই সময় একটি ট্রাক আটক করা হয় । চালক ও খালাসির কথায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের ৷ এরপরই তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা । ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় ৷ সঞ্জয় সিং ও রামু সোধরাকে গ্রেপ্তার করা হয় । একজন সিউড়ির ও আর একজন কালনার বাসিন্দা ।
শিলিগুড়িতে উদ্ধার প্রায় 5 লাখ টাকার গাঁজা - শিলিগুড়িতে গাঁজা উদ্ধার
ফের সক্রিয় পাচারচক্র ৷ শিলিগুড়িতে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দু'জন ৷
ফাইল ফোটো
ট্রাকটি কোচবিহার থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। তবে ওই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল বা এই ঘটনায় আর কে কে জড়িত আছে তা এখনও জানা যায়নি।