পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারতীয় সেনা জওয়ানদের কুর্নিশ - Gangtok

সিকিমের নাথুলা এবং ছাঙ্গুতে আটকে ছিলেন হাজার দেড়েক পর্যটক । তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসেন ভারতীয় সেনা জওয়ানরা ।

image
খুশি পর্যটকরা

By

Published : Dec 28, 2019, 8:02 PM IST

Updated : Dec 28, 2019, 9:10 PM IST

গ্যাংটক, 28 ডিসেম্বর : বরফের চাদরে মোড়া উত্তরবঙ্গ । গতকাল থেকেই চলছে ভারী তুষারপাত । ফলে সিকিমের নাথুলা এবং ছাঙ্গুতে আটকে ছিলেন হাজার দেড়েক পর্যটক । তাদের উদ্ধার করে রাতভর নিজেদের ক্যাম্পে রেখে সুস্থ করে তোলেন ভারতীয় সেনা জওয়ানরা । আজ দুপুরে তাদের সুস্থভাবে গ্যাংটকে নামিয়ে আনেন তাঁরা । পরিবর্তে সেনা কর্মীদের কুর্নিশ জানালেন পর্যটকেরা ।

দেখুন ভিডিয়ো

নাথুলা এবং ছাঙ্গুতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার পাশাপাশি রাতে নিজেদের ক্যাম্পে রেখে তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেন । প্রাথমিক চিকিৎসারও বন্দোবস্ত করা হয় । সেই কারণে আজ পর্যটকরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে । ভারতীয় সেনা জওয়ানদের এই আতিথেয়তায় মুগ্ধ পর্যটকরা । যে প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা সেখানে আটকে ছিলেন তাতে হয়তো সুস্থভাবে ফিরে আসা সম্ভব ছিল না । ভারতীয় সেনা জওয়ানদের উদ্যোগে সকলে সুস্থভাবে ফিরে আসতে পেরেছে ।

উল্লেখ্য ,গতকাল থেকেই তুষার চাদরে ঢেকেছে উত্তর ও পূর্ব সিকিমের একাধিক জায়গা । সন্ধ্যায় উত্তর সিকিমের লাচুং, লাচেন ও পূর্ব সিকিমের ছাঙ্গু, বাবামন্দির, নাথুলা সহ একাধিক জায়গায় তুষারপাত হয়েছে । এর জেরে বন্ধ ছিল রাস্তাঘাট । সমস্যায় পড়েছিল পর্যটকরা ।

Last Updated : Dec 28, 2019, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details